রোববার ৫ জানুয়ারি ২০২৫ ২১ পৌষ ১৪৩১
ফিলিস্তিনের জন্য ৩ টন ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
Published : Friday, 27 October, 2023 at 6:00 AM, Count : 227


বর্তমান ডেস্ক: ফিলিস্তিনের জনগণের জন্য ৩ টন ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। ত্রাণের মধ্যে দুই টন ওষুধ এবং এক টন শুকনা খাবার থাকছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, শুকনা খাবারের মধ্যে বিভিন্ন ধরনের কেক এবং বিস্কুট থাকছে। আগামী রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশের এসব ত্রাণ ফিলিস্তিনের উদ্দেশ্যে পাঠানো হবে।

জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ফিলিস্তিনের জন্য তিন টন ত্রাণ পাঠানো হবে। এসব ত্রাণ সামগ্রী শিগগিরই ঢাকায় ফিলিস্তিনের দূতাবাসে হস্তান্তর করা হবে। এসব ত্রাণ পাঠানোর দুটো মাধ্যম আছে। একটা হচ্ছে-ফিলিস্তিনের দূতাবাসে দেওয়া, তারা নিজ দায়িত্বে পৌঁছাবে। আরেকটা হচ্ছে-মিশর হয়ে পাঠানো। ঢাকায় ফিলিস্তিন দূতাবাস যেটা ভালো মনে করে আমরা সেভাবে পাঠাব। 

জানা গেছে, দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে এসব ত্রাণ সামগ্রী ফিলিস্তেনে পাঠানো হচ্ছে।

এর আগে, গত সোমবার ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে দেশটির জনগণের জন্য প্রথম দফায় ৫০০ কেজি শুকনা খাবার হস্তান্তর করে বাংলাদেশ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft