বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট আনসার হতে হবে : উপমন্ত্রী শামীম
Published : Thursday, 28 September, 2023 at 6:00 AM, Update: 28.09.2023 2:15:55 AM, Count : 1018

বর্তমান প্রতিবেদকবঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। জেলা কমান্ড্যান্টের কার্যালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, শরীয়তপুর-এর অনুষ্ঠিত  জেলা সমাবেশ-২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এ কথা বলেন। জেলা সমাবেশ উপলক্ষ তিনি কেক কেটে- বর্ণিল বেলুন, ফেষ্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জেলা সমাবেশের শুভ উদ্বোধন করেন। 
বক্তব্যের শুরুতেই তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শাহাদাতবরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব-সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে। তিনি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করেন ৫২ সালে ভাষা আন্দোলনে আনসার কমান্ডার ভাষা শহীদ আব্দুল জব্বার এবং মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী আনসার বাহিনীর ৬৭০ জন বীর মুক্তিযোদ্ধাকে।  সরকার প্রধান আনসার বাহিনীকে একটি স্মার্ট বাহিনী হিসেবে দেখতে চান। রুপকল্প ২০৪১ বাস্তবায়ন ও স্মার্ট বাংলদেশ গড়তে তৃণমূল পর্যায়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যাদেরকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনগনের মাঝে তুলে ধরতে হবে, সরকারের মেসেজগুলো জনগণকে অবহিত করতে আনসার ভিডিপি সদস্য-সদস্যাদেরকে ভূমিকা রাখার আহবান জানান। শরীয়তপুর জেলা আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের সমস্যা সমাধানে সুদৃষ্টি রাখতে জন প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহবান জানান। জেলা কমান্ড্যান্টের কার্যলয়ে একটি লিচু গাছের চারা রোপণ করেন। 
ঢাকা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ রফিকুল ইসলাম,পিভিএম, এর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর-০১ আসনের মাননীয় সংসদ সদস্য  ইকবাল হোসেন অপু,  মাননীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক শরীয়তপুর-০৩, ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার), বিএএম, এনডিসি, অতিরিক্ত মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ছাবেদুর রহমান (খোকা শিকদার) চেয়ারম্যান, জেলা পরিষদ, শরীয়তপুর, মোঃ জিয়াউল হাসান,বিভিএমএস, পিএএমএস, পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি), বাংলাদেশ আনসার ও  গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা, মোহাম্মদ আমিন উদ্দিন, পরিচালক (ভিডিপি-প্রশিক্ষণ), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা, মোঃ মাহাবুবুল আলম, পুলিশ সুপার, শরীয়তপুর, মোঃ সাইফুল ইসলাম মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, শরীয়তপুর, পারভেজ রহমান, পৌর মেয়র, শরীয়তপুর ।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার), বিএএম, এনডিসি মহোদয় বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় দেশ ও জনগণের সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বিশেষ করে জাতীয় নির্বাচন, দুর্গাপূজা, দুর্যোগ মোকাবেলা, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু পাচার রোধে কাজ করে যাচ্ছে এ বাহিনী। তৃণমূল পর্যায়ে আনসার ভিডিপি সদস্য-সদস্যাদেরকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ নিয়ে আর্থ-সামাজিক উন্নয়নে আত্ম-কর্মসংস্থানমূলক কাজ করে নিজেদের ভাগ্যউন্নয়ন তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান। 
সমাবেশে শরীয়তপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক চিত্র তুলে ধরে জেলা কমান্ড্যান্ট মোঃ মইনুল ইসলাম, পিএএম, তার স্বাগত বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে এ জেলায় বাহিনীর সদস্য-সদ্যাদের প্রায় ১০০০ জনকে মেডিকেল সহায়তা প্রদান, যেখানে ফ্রি এমবিবিএস ডাক্তারের মাধ্যমে ডাক্তারী সেবা ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়। মাহিলা ভিডিপি সদস্যাদের জরায়ূ ক্যানসার প্রতিরোধে ফ্রি টিকা প্রদান করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের দুস্থ্ ও অসহায় ভিডিপি সদস্যদের কৃষি ও গবাদী পশু পালনের জন্য আর্থিক অনুদান, বিভিন্ন পরিমানে এলাকার লোকদের মাঝে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকার চেক বিতরণ করা হয়। গৃহহীনকে গৃহ দিয়ে তাদের আবাসনের জন্য ৮টি গহনির্মাণ করে দেয়া হচ্ছে। ০৮ জন গৃহহীন ভিডিপি সদস্যদের গৃহনির্মাণ করে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বৈদ্যপল্লীতে যেয়ে তাদের খোঁজ খবর নিয়ে তাদের জীবন-মান উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে। অত্র জেলার প্রায় ৩০-৪০টি স্কুল, কলেজ, মাদ্রাসায় অত্র বাহিনীর পক্ষ হতে ক্রীড়া-সামগ্রী প্রদান করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার যে উদ্যোগ হাতে নিয়েছেন তার পূরণ করার লক্ষ্যে শরীয়তপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য সদস্যা সকলেই যার যার অবস্থান কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে তৃণমূল আনসার ভিডিপি সদস্য সদস্যাদের সাথে মতবিনিময়, কর্মদক্ষতা প্রকাশ বিগত দিনে  শরীয়তপুরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাফল্যজনক কর্মকান্ড, সুবিধা-অসুবিধা, বাহিনী থেকে তাদের কল্যাণ, দাবী-দাওয়া নিয়ে ভেদরগঞ্জ উপজেলার ১জন ভিডিপি ইউনিয়ন দলনেতা ও ১জন দলনেত্রী বক্তব্য রাখেন। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ তাদের কর্মকান্ডের বক্তব্য শুনে ভূয়সী প্রশংসা করেন।
সমাবেশে সমাপনী ব্ক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের রেঞ্জ কমান্ডার জনাব  মোঃ রফিকুল ইসলাম,পিভিএম, তিনি বলেন, সারা দেশে রয়েছে এ বাহিনীর প্রায় ৬১ লক্ষ আনসার-ভিডিপি সদস্য-সদস্যা। ৬১ লক্ষ আনসার ভিডিপি পরিবার তথা প্রায় ৩ কোটি মানুষ, এ লক্ষ্যে কাজ করলে গড়ে উঠবে স্মার্ট আনসার বাহিনী, গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ। তিনি প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে সমাবেশের প্রথম পর্বের সমাপ্তি ঘোষনা করেন।
শরীয়তপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী  আইন শৃঙ্খলা রক্ষা, প্রশিক্ষণ, উন্নয়ন মূলক কার্যক্রম ও আর্থ-সামাজিক উন্নয়নে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ৩০ সেলাই মেশিন, ২৯টি বাইসাইকেল আনসার–ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

সহাকরী জেলা কমান্ড্যান্ট জনাব ফারুক ইসলাম এর সঞ্চালনায়  সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলিকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ শরীয়তপুর জেলার ৬টি উপজেলা হতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক প্রশিক্ষিকা,আনসার কমান্ডার, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, পৌর ওয়ার্ড দলনেতা-দলনেত্রীসহ ৮০০ শতাধিক আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা এবং শরীয়তপুর জেলায় চলমান ০৩টি প্রশিক্ষণের (মোটর ড্রাইভিং-৯০ জন, অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-৭০ জন এবং সেলাই ও নকশঅ কাঁথা প্রশিক্ষণ-৩০) সর্বমোট ৯৯০ জন সমাবেশে উপস্থিত ছিলেন। সামাবেশ স্থল হয়ে উঠে আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মিলন মেলা। এ সমাবেশে অতিথিবৃন্দের বক্তব্য, প্রধান অতিথির নির্দেশনা, বাহিনীর তৃণমূল সদস্য-সদস্যাদের মনোবল বৃদ্ধি ও কর্মস্পৃহা সৃষ্টিতে বিশেষ  ভূমিকা রাখবে ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft