শিরোনাম: |
২৮ উপ পরিচালককে র্যাঙ্ক ব্যাজ পরালেন আনসার-ভিডিপি’র মহাপরিচালক
|
বর্তমান প্রতিবেদক: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত ২৮ জন কর্মকর্তাকে উপপরিচালকের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইডি। রোববার র্যাঙ্ক ব্যাজ পরানো অনুষ্ঠান বাহিনীর সদর দপ্তরের অপস কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ ৩৬তম বিসিএস এর মাধ্যমে সহকারী পরিচালক পদে ২০১৮ সালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ ৫ বছর সন্তোষজনকভাবে কর্মজীবন অতিক্রম করায় গত ২১ সেপ্টেম্বর ২৮ জন কর্মকর্তাকে উপপরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়। রোববার অত্যন্ত আড়ম্বরভাবে বিভিন্ন ইউনিট থেকে কর্মকর্তাগণকে সদর দপ্তরে এনে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বাহিনীর মহাপরিচালক তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদেরকে সঙ্গে নিয়ে কেক কাটা হয়। র্যাঙ্ক ব্যাজ পরিধান অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদেরকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততা, নিষ্ঠা, বিশ্বস্ততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে উদ্বুদ্ধ করেন। তিনি সকলকে ‘চেইন অব কমান্ড’ মেনে শৃঙ্খলা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে উপপরিচালক মোঃ আনোয়ার হোসাইন সরকার অনুভূতি প্রকাশ করেন। তিনি বাহিনীর সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও পদোন্নতি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সততা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার অঙ্গীকার করেন। |