শিরোনাম: |
‘পাইকাররা না দিলে ২৭ টাকায় হিমাগারের আলু বেচবে সরকার’
|
বর্তমান প্রতিবেদক: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, পাইকারি বিক্রেতারা হিমাগারে ২৭ টাকা কেজি দরে আলু বিক্রি না করলে, সরকার এই দামে হিমাগারের আলু বিক্রি করবে। আজ শনিবার মুন্সিগঞ্জে আলু ব্যবসায়ী ও হিমাগার মালিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। খুচরা বিক্রেতাদের উদ্দেশে সফিকুজ্জামান বলেন, পাইকারিতে ২৭ টাকা দরে আলু কিনতে না পারলে স্থানীয় ইউএনওদের সঙ্গে যোগাযোগ করবেন। প্রশাসন তাদেরকে ২৭ টাকা দরে আলু কিনে দেওয়ার ব্যবস্থা করবে। গত বৃহস্পতিবার আলুর দাম খুচরা পর্যায়ে কেজিপ্রতি ৩৫-৩৬ টাকা এবং হিমাগার পর্যায়ে ২৬-২৭ টাকা বেঁধে দিয়েছে সরকার। তবে ব্যবসায়ীরা না মানায় আলু, পেঁয়াজ ও ডিমের ওপর বাণিজ্য মন্ত্রণালয়ের মূল্যসীমা আরোপের দুদিন পরেও দাম কমার লক্ষণ দেখা যাচ্ছে না। সরকার-নির্ধারিত দাম কার্যকরে জেলায় জেলায় বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। |