শনিবার ৩০ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১
নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মিসভা অনুষ্ঠিত : ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী
Published : Saturday, 16 September, 2023 at 6:00 AM, Count : 216

জামালপুর প্রতিনিধি : জামালপুর-৫ সদর আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী জামালপুর জেলা আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, বর্ষীয়ান রাজনীতিবিদ,  বিশিষ্ট সমাজসেবী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বলেছেন, বিশ^মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা গণতন্ত্রের প্রতীক। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে বিএনপি-জামাত চক্র ফের তৎপর হয়ে উঠেছে। তারা নানান ষড়যন্ত্র করছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সরকারের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার লক্ষ্যে সকলকে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। কারণ আওয়ামী লীগ সরকার বার বার দরকার।

শুক্রবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে নিয়মিত গণসংযোগ কর্মসূচীর অংশ হিসেবে নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত  সংক্ষিপ্ত কর্মিসভায় জেলা আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী এসব কথা বলেন।

কর্মিসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এম. খলিলুর রহমান, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজমুল আলম, নরুন্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ভুট্টোসহ স্থানীয় নেতাকর্মীরা। কর্মিসভা শেষে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি মিছিল নরুন্দি বাজার প্রদক্ষিণ করে। মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক  সাধারণ মানুষ অংশ নেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft