বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
জাহানারা বেগম ডলির স্মরণ সভায় গোলাম মসীহ্
মৃত্যুর পর প্রত্যেককেই বিচারের সম্মুখীন হতে হবে
Published : Tuesday, 25 July, 2023 at 6:00 AM, Count : 253

বর্তমান প্রতিবেদক: জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদুত- গোলাম মসীহ্ বলেছেন, দুনিয়াতে আমরা কেউ চিরদিন বাঁচবো না। জন্ম আছে, মৃত্যুও আছে। পরম করুনাময় আল্লাহ তায়ালা আমাদের কিছুদিনের জন্য পাঠিয়েছেন। আমরা কেউ নিজের ইচ্ছায় দুনিয়াতে আসিনি, নিজের ইচ্ছায় যেতেও পারবো না। তবে ভালমন্দ কাজের জন্য মৃত্যুর পর বিচার আছে। আমাদের আল্লাহর কাছে প্রতিটা কাজের জন্য জবাবদিহী করতে হবে। গতকাল সোমবার জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন রাজুর স্ত্রী জাহানারা বেগম ডলির স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গোলাম মসীহ্ বলেন, মানুষ মরণশীল, মানুষ বেঁচে থাকে তার কর্মকান্ডে। রাজুর স্ত্রী চলে গেছেন পরপারে, রেখে গেছেন তার স্বামী যোগ্য সন্তানাদি ও শুভাকাঙ্গী। আমরা সবাই মরহুমার জন্য অন্তর খুলে দোয়া করি মহান আল্লাহতায়ালা যেন তাকে জান্নাত দান করেন।

জাহানারা বেগম ডলির স্মরণ সভায় উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশীদ, সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা রফিকুল হক হাফিজ, সাবেক এমপি- এম. এ গোফরান, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ফোরকান, সাবেক এমপি -মোঃ নোমান, কুমিল্লা জেলা (উত্তর) সাধারন সম্পাদক রওশন আলী মাষ্টার, বিএনপির নেতা ওবায়দুল হক ভূইয়া, সমাজ সেবক এডভোকেট জসিম উদ্দিন, করিম সরকার, লালমাটিয়ার রাকিব আহমেদ, গণ দলের চেয়ারম্যান গোলাম মওলা চৌধুরী, আব্দুল হাই উকিল, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনির, মোঃ শামিম, আজাদ খান নান্টু, আবদুর রফ। জাতীয় পার্টির নেতা খন্দকার মনিরুজ্জামান টিটু, আরিফ খান, গোলাম মোহাম্মদ রাজু, মোস্তাকুর রহমান মোস্তাক, রেজাউল করিম, হেলাল উদ্দিন হেলাল, এডভোকেট এমদাদুল হক, মোহাম্মদ ইস্রাফিল মিয়া, মোঃ নাসির উদ্দিন মুন্সি ও প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আজিজ চৌধুরী।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft