শিরোনাম: |
ডেঙ্গুর ভয়াবহতা দ্রুত প্রতিরোধ করুন : গোলাম মসীহ্
|
বর্তমান প্রতিবেদক: জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদুত গোলাম মসীহ্ ডেঙ্গু জ্বর প্রতিরোধের আহবান জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, ঢাকা শহরসহ সারাদেশে ডেঙ্গু জ্বর ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। হাসপাতালগুলোতে ভরে উঠেছে ডেঙ্গু রোগীতে। গত ২৪ ঘন্টায় আক্রান্তে মারা গেছে ১৯ জন। ডেঙ্গু জ্বর মৃত্যুরহার দেখে দেশের মানুষ সঙ্কিত। তিনি বলেন, ডেঙ্গু জ্বর জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে। প্রতিরোধের দ্রুত ব্যবস্থা নিতে হবে। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও এই মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলো ও সিটি কর্পোরেশনকে সমন্বয় রেখে ডেঙ্গু প্রতিরোধের কাজ করতে হবে। হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সিটের ব্যবস্থা করার পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় সবধরনের সেবা নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। হাসপাতালের পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং ডাক্তারদের সার্বক্ষনিক রোগীদের দেখাশুনা করতে হবে। যেহেতু এডিস মশা ডেঙ্গু ছড়ায় সেহেতু এডিস মশা মারতে হবে। তিনি বলেন, সিটি কর্পোরেশনকে আরো কর্মততপরতা বাড়াতে হবে। কীটনাশক দিয়ে মশা মারতে হবে। সিটি কর্পোরেশনের কর্মী দিয়ে বাসাবাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রেখে এডিস মশা নিধন করতে হবে।
গোলাম মসীহ্ আরো বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত বিশেষজ্ঞ দিয়ে পাড়া-মহল্লায় মানুষকে সচেতন করার ব্যবস্থা করা। সাধারন মানুষ ও আক্রান্ত রোগীকেও বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক চলতে হবে। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়কে এডিস মশা ও ডেঙ্গু জ্বর সম্পর্কে সাধারন নাগরিকদের সচেতন করার জন্য জোর প্রচার-প্রচারনা চালাতে হবে। |