শিরোনাম: |
ঢাবি ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
|
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২৮ মে ২০২৩ রবিবার ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউনিয়নের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আ: হান্নান মিজি। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানান। তিনি বলেন, এই বিশ^বিদ্যালয়ের ৪র্থ শ্রেণি কর্মচারীদের অধিকার আদায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য অবদান রয়েছে। এই বিশ^বিদ্যালয়ের ৪র্থ শ্রেণি কর্মচারীদের দাবী আদায়ের আন্দোলনে একাত্বতা ঘোষণা করায় বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব হারিয়েছিলেন। তাই এই ইউনিয়নের একটি স্বতন্ত্র মর্যাদা আছে বলে উপাচার্য উল্লেখ করেন। |