রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১
ওয়েস্ট ইন্ডিজের কোচ হলেন সামি
Published : Saturday, 13 May, 2023 at 6:00 AM, Count : 195

বর্তমান ডেস্ক: গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ওয়েস্ট ইন্ডিজের বিদায়ের পর কোচের দায়িত্ব ছাড়েন ফিল সিমন্স। এরপর ওয়েস্ট ইন্ডিজের অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন আন্দ্রে কোলি। সিমন্স দায়িত্ব ছাড়ার ছয় মাস পর স্থায়ীভাবে তিন ফরম্যাটের জন্য নতুন কোচ নিয়োগ দিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে দলের কোচের দায়িত্ব পেলেন সাবেক টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। আর টেস্ট ও ‘এ’ দলের কোচের দায়িত্ব পেয়েছেন কোলি।

আগামী জুনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু জাতীয় দলের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করবেন স্যামি। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ বাছাইপর্ব খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে ভারতের বিপক্ষে প্রথম অ্যাসাইনমেন্ট কোলির। তিন সংস্করণেই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব করেছেন স্যামি। তার নেতৃত্বেই ২০১২ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পেয়ে উচ্ছ্বসিত স্যামি।

তিনি বলেন, ‘এটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত এবং উচ্ছ্বসিত। আমি সুযোগ কাজে লাগাতে চাই। বিশেষ করে আমাদের খেলোয়াড়দের প্রতিভা কাজে লাগাতে চাই। আমি বিশ্বাস করি ড্রেসিংরুমে প্রভাব ফেলতে পারবো।’

তিনি আরও বলেন, ‘খেলোয়াড় হিসেবে আমি যেভাবে খেলেছি, যেভাবে প্রভাব রেখেছি সেভাবেই দলকে এগিয়ে নিতে চাই। সাফল্যের জন্য মরিয়া থাকা এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য আমার রয়েছে অবিরাম ভালোবাসা।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft