বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ ১০ পৌষ ১৪৩১
যে একাদশে কাল মাঠে নামবে আর্জেন্টিনা
Published : Tuesday, 28 March, 2023 at 6:00 AM, Count : 241

বর্তমান ডেস্ক: বিশ্বকাপ মিশনের পর পানামার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এ ম্যাচে দক্ষিণ আমেরিকার দেশকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে আলবিসেলেস্তারা। এরপর আবারো মাঠে নামতে যাচ্ছেন মেসি-মার্টিনেজরা। এবার প্রতিপক্ষ কুরাকাও। বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় কুরাকাওয়ের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে সান্তিয়াগো দেল এস্তেরোয়।

ফিফা র‌্যাংকিংয়ে ৮৬ নম্বর দল কুরাকাও। তাদের সবচেয়ে বড় সাফল্য ২০১৭ সালে ক্যারিবিয়ান কাপের চ্যাম্পিয়ন হওয়া।

এছাড়া ২০১৯ সালে কনকাকাফ নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালেও খেলেছিল কুরাকাও। তবে মেসিদের এই প্রতিপক্ষ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি।

এদিকে দুই নম্বর ফিফা র‍্যাঙ্কিংয়ে থাকা মেসিদের সঙ্গে প্রীতি ম্যাচে কুরাকাও কেমন প্রতিদ্বন্দ্বিতা কতটুকু করতে পারবে, তা বলা যাচ্ছে না। তবে আর্জেন্টিনায় এই ম্যাচটির চাহিদা তুঙ্গে। কিছুদিন আগে বুয়েন্স আয়ার্সে পানামার বিপক্ষে প্রায় ৯০ হাজার দর্শকের সামনে বিশ্বকাপ-উত্তর পুনর্মিলনী করেছিলেন মেসিরা।

আলবেলিস্তেরাও হতাশ করেনি আকাশী-সাদা সমর্থকদের। আর্জেন্টাইন মহাতারকা মেসির রেকর্ডময় গোলে অনায়াসে জয় পায় তারা। আগামীকালও তেমনই কিছু করতে চান মেসিরা। কালকের ম্যাচটি হবে আর্জেন্টিনার সান্তিয়াগো দেল এস্তোরো প্রদেশের রাজধানীতে।

প্রসঙ্গত, দ্বীপরাষ্ট্র কুরাকাওয়ের আয়তন মাত্র ২৭৬ বর্গমাইল। জনসংখ্যা ১ লাখ ৫২ হাজার। অবশ্য কুরাকাওর ফুটবল ঐতিহ্য খুব সমৃদ্ধ না হলেও বেশ পুরোনো। ১৯২৪ সালে ফুটবল শুরু দেশটিতে। আধুনিক ফুটবলে প্রবেশ করে ২০১১ সালে। ওই বছরই ফিফার পূর্ণ সদস্যপদ পায় কুরাকাও।

এদিকে এ ম্যাচটির একাদশ কেমন হতে পারে তা নিয়ে একটি ধারণা দিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ/ক্রিশ্চিয়ান রোমেরো, মার্কাস আকুনা, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার/লো সেলসো, লিওনেল মেসি (অধিনায়ক), লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft