মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪ ৯ পৌষ ১৪৩১
সান্ত্বনার জয় পেল পাকিস্তান
Published : Tuesday, 28 March, 2023 at 6:00 AM, Count : 164

বর্তমান ডেস্ক: প্রথম দুই ম্যাচে হেরেই আফগানিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছিল পাকিস্তান। সোমবার রাতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সান্ত্বনার জয় পেল শাদাব খানের দল। শারজায় পাকিস্তান জিতেছে ৬৬ রানে।

পাকিস্তানের দেওয়া ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানরা অলআউট হয়ে যায় মাত্র ১১৬ রানে। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ খেলেন ১৮ রানের ইনিংস। এছাড়া মোহাম্মদ নবীর ব্যাট থেকে ১৭ ও অধিনায়ক রশিদ খানের ব্যাট থেকে ১৬ রান আসে। পাকিস্তানের পক্ষে শাদাব খান ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩টি উইকেট পান। পেসার ইহসানুল্লাহর শিকারও তিন উইকেট।

এর আগে টসে হেরে ব্যাট করে ১৮২ রানের স্কোর পায় পাকিস্তান। ওপেনার সাঈম আইয়ুব ৪০ বলে ৪৯ রান করেন। ইফতিখার আহমেদ খেলেন ২৫ বলে ৩১ রানের ইনিংস। দুর্দান্ত বোলিংয়ের আগে বিধ্বংসী ব্যাটিংও করেন শাদাব। ১৭ বলে ২৮ রান আসে তার ব্যাট থেকে।

হারের পরও ২-১ ব্যবধানে সিরিজ জয়ের উল্লাসে মাতেন রশিদ খানরা। পাকিস্তানের বিপক্ষে এটিই তাদের প্রথম সিরিজ জয়। উল্লেখ্য যে, এই সিরিজে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদির মতো তারকারা খেলেননি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft