শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪ ১১ পৌষ ১৪৩১
কাবাডিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ
Published : Tuesday, 21 March, 2023 at 6:00 AM, Count : 157

বর্তমান ডেস্ক: কাবাডির বাংলাদেশ অনন্য। টানা ৬ ম্যাচ জিতে তারা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টু্র্নামেন্টে। গতকাল ফাইনালে চাইনিজ তাইপেকে ৪২-২৮ পয়েন্টে হারিয়েছে লাল সবুজের দল।

তাইপের যে লড়াইয়ের প্রতিজ্ঞা ছিল সেটা তারা দেখিয়েছে প্রথমার্ধে। শুরু থেকে বাংলাদেশকে সেভাবে দাপটে খেলতে দেয়নি। প্রতিপক্ষের কঠিন চ্যালেঞ্জর মুখে তুহিন তরফদার-মিজানরা খুব সতর্ক হয়ে খেলছিলেন। শুরুর ১২ মিনিট পয়েন্টের সমতায় থাকার পর তারা প্রথমার্ধ শেষ করে ২০-১৪ পয়েন্টে। বিরতির পর বদলে যায় খেলার চেহারা। স্বাগতিকদের দাপটে ক্রমেই পিছিয়ে পড়তে থাকে তাইপে।

তুহিন-মিজানদের আধিপত্যে বড় হতে থাকে ব্যাবধান।শেষে সেটা বড় হয়ে ৪২-২৮ পয়েন্টে তুলে নিয়ে তারা ফাইনালকে একমুখী করে শিরোপা জেতে তৃতীয়বারের মতো। ফাইনাল সেরা ও সেরা ক্যাচার হয়েছেন তুহিন তরফদার। টুর্নামেন্ট সেরা হয়েছেন রেইডার মিজানুর রহমান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এসময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশন সভাপতি বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাধারন সম্পাদক পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft