শিরোনাম: |
টি-টোয়েন্টিতে গেইল-কোহলিকে ছাড়িয়ে বাবরের বিশ্ব রেকর্ড
|
![]() বৃহস্পতিবার (১৬ মার্চ) ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পেশোয়ার জালমিকে জয় এনে দিতে ১০ চারে ১৬৪ স্ট্রাইক-রেটের বিধ্বংসী ইনিংস খেলেন বাবর। ৩৯ বলে ৬৪ রানের করা এ ঝড়ো ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে ৯ হাজার রান পূর্ণ করেন পাকিস্তানের অধিনায়ক। টি-টোয়েন্টিতে দ্রুততম সময়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। পাকিস্তানি এই ব্যাটার ২৪৫ ইনিংস খেলে টি-টোয়েন্টিতে ৯ হাজার রান পূর্ণ করেছেন। বাবর আজমের আগে দ্রুততর সময়ে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ৯ হাজার রান পূর্ণ করার রেকর্ড ছিল ক্রিস গেইলের। গেইল এই মাইলফলক স্পর্শ করতে খেলেছেন ২৪৯ ইনিংস। এছাড়াও তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি ২৭১ ইনিংসে করেন ৯ হাজার রান। এছাড়াও ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ৯ হাজার রান পূর্ণ করেন অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ। এই মাইলফলক স্পর্শ করতে তাদের খেলতে হয়েছিল যথাক্রমে ২৭৩ এবং ২৮১ ইনিংস। |