সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
সৌরভ গাঙ্গুলি ঢাকায় আসছেন আজ
Published : Thursday, 23 February, 2023 at 6:00 AM, Count : 242

বর্তমান ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আজ বাংলাদেশে আসছেন। দুই দিনের সফরে ঢাকায় অবস্থান করবেন তিনি। সৌরভের সঙ্গে তার স্ত্রী ডোনা গাঙ্গুলিও আসছেন। আজ সকালে ১০টায় বিমানবন্দরে নামার কথা রয়েছে কলকাতার মহারাজের। ঢাকায় সৌরভের ঘনিষ্ঠ সূত্র জানায় একটি বাণিজ্যিক ব্যাংকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ঢাকায় আসছেন তিনি। এছাড়াও আজ বিকেলে গুলশানের একটি হোটেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে ডিএনসিসি মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন সৌরভ গাঙ্গুলি।

২০০০ সালে ১০ নভেম্বর ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ অভিষেক টেস্ট ম্যাচ খেলেছিল ভারতের বিপক্ষে। সেই ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সৌরভের সুসম্পর্ক রয়েছে। সব সময় বাংলাদেশের পাশে থাকেন।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হওয়ার আগে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব ওয়েস্ট বেঙ্গল (সিএবি), পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। এই সময় সৌরভ গোলাপি বলে টেস্ট ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিলেন। ভারতের সঙ্গে প্রথম ম্যাচটি খেলার সুযোগ করে দিয়েছিলেন সৌরভ। কলকাতায় ইডেন গার্ডেনসে সেই ম্যাচটি হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে। বাংলাদেশ হেরেছিল। সৌরভের আমন্ত্রণে সেই ঐতিহাসিক ম্যাচ উপভোগ করতে কলকাতায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রিন্স অব কলকাতা বাংলাদেশে আসবেন অথচ বাংলাদেশের ক্রিকেট কর্তাদের সঙ্গে দেখা হবে না, তা কী করে হয়! বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা হবে। সৌরভ বিসিবির আমন্ত্রণে আসছেন না, তবে ঝটিকা সফরে বিসিবি সভাপতির সঙ্গে দেখা হবে, সেটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। সৌরভ আগামীকালই ঢাকা ছাড়বেন বলে জানা গেছে। তবে এই সময়ে বিসিবির কর্তাদের সঙ্গে সৌরভের কখন কোথায় দেখা হবে, সেটি প্রকাশ করেননি সুজন। শুধু বলেছেন, ‘দেখা হবে। উনি তো (সৌরভ গাঙ্গুলি) আমাদের আমন্ত্রণে আসছেন না।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft