বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
আমার মতো কমেডিয়ানের আর প্রয়োজন নেই: জনি লিভার
Published : Monday, 20 February, 2023 at 6:00 AM, Count : 216

বর্তমান ডেস্ক: সিনেমায় শুধু যে প্রেম-রোমান্স আর মারামারি থাকবে বিষয়টি এমন নয়। অথবা উপাদানগুলো যে রাখতেই হবে তাও নয়। তবে একটি সিনেমাকে আরও বেশি বিনোদনের প্যাকেজ করতে কমেডি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভারতীয় সিনেমাতে এক সময় কমেডির স্রোত ছিল। আর এই জায়গায় জনি লিভার নিজেকে করে তলেছিলেন অনন্য।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জনি লিভার বলেন, “আমি কাজ কমিয়ে দিয়েছি। কারণ, এখনকার চিত্রনাট্যগুলো খুব দুর্বল। বাজিগরের কথা ধরুন। সিনেমাটির কোনো লেখক ছিল না। আমিই ছিলাম সর্বেসর্বা। সব কমেডি পাঞ্চ আমিই তৈরি করেছিলাম। আমরা কঠোর পরিশ্রম করতাম। অথচ বর্তমানে আমাদের (কমেডি) লেখক নেই। ব্যাপারটি এমন দাঁড়িয়েছে, ‘জনি ভাই দেখে নেবে।’ এভাবে কাজ করা যায় না।”

জনি লিভার বলেন, ‘আগে কমেডিকে সম্মান দেওয়া হতো। বর্তমানে সিনেমাগুলোয় কমেডি নেই বললেই চলে। আগে এতটাই ইতিবাচক সাড়া পেতাম যে, সিনেমায় আমার দৃশ্যগুলো হাইলাইট হতো। অনেক সময় শিল্পীরা এটিকে নিজেদের জন্য হুমকি মনে করত এবং আমার দৃশ্যগুলো এডিট করে কমিয়ে দিত।’

তিনি বলেন,  ‘আমার অংশটুকুর প্রতি তারা দর্শকের প্রতিক্রিয়া দে। এমনকি তারা তাদের জন্যও কমেডি দৃশ্য তৈরি করার জন্য লেখকদের বলতে লাগল। লেখকরা কমেডি দৃশ্যগুলো ভাগ করে দিতে শুরু করল, আর আমার চরিত্র ছোট থেকে আরও ছোট হতে লাগল, যা এখন আপনারা দেখছেন। সিনেমায় কমেডি হারিয়ে গেল। হিরো ও ভিলেন এখন হাস্যরসাত্মক হয়ে উঠছেন। আমার মতো কমিডিয়ানের আর প্রয়োজন নেই।’

সর্বশেষ এ অভিনেতা ২০২২ সালের ২৩ ডিসেম্বর রোহিত শেঠির ‘সার্কাস’ সিনেমায় অভিনয় করেছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft