শিরোনাম: |
বিক্রি করা হচ্ছে রোনালদোর ওল্ড ট্রাফোর্ডের বিলাসবহুল বাড়ি
|
বর্তমান ডেস্ক: ইউরোপীয়ান ফুটবল ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বহু আলোচনা-সমালোচনা পেরিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে গত ডিসেম্বরেই সৌদির ক্লাব আল-নাসরে যোগ দিয়েছেন সিআর সেভেন।
আল-নাসরে যোগ দেওয়ার পর থেকে রোনালদো এবং তার পরিবারের বর্তমান আবাসস্থল রিয়াদের বিলাসবহুল হোটেলে। ইংল্যান্ডে থাকা অবস্থায় যে বাড়িতে থাকতেন, ওল্ড ট্র্যাফোর্ডে রোনালদোর সেই বিলাসবহুল বাড়িটি এখন খালিই পড়ে আছে। সৌদিতে পাড়ি জমানোর পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিলো রোনালদোর চেশায়ারের সেই বাড়িটি বিক্রি করা হবে। বিলাসবহুল সেই বাড়ির বিক্রির দায়িত্বে থাকা আবাসন এজেন্ট জ্যাকসন-স্টপস ইতোমধ্যেই আগ্রহী ক্রেতা চেয়ে বিজ্ঞাপনও দিয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন বিলাসবহুল সেই বাড়িটির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৫.৫ মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি টাকায় যা প্রায় ৭০ কোটি টাকা। পর্তুগিজ তারকার বিলাসবহুল সেই বাড়িটিতে সাতটি বেডরুমের সঙ্গে রয়েছে একটি হাই-টেক ফিটনেস রুম। বাড়ির বাসিন্দাদের জন্য থাকছে ছয়টি বাথরুমের ব্যবস্থা। ফুটবল মহাতারকার এই বাড়িতে অবধারিতভাবেই রয়েছে সুইমিংপুল, সঙ্গে আরও থাকছে জাকুজ্জি। বিলাসবহুল সেই বাড়িতে আরও রয়েছে মুভি থিয়েটার আর বিশাল এক কিচেন। একটি প্যাডল টেনিস কোর্টের পাশাপাশি সুবিশাল পার্কিংয়ের জায়গায় রয়েছে রোনালদোর সেই বাড়িতে। |