শিরোনাম: |
ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজের মধ্যেই শুরু হবে ডিপিএল
|
বর্তমান ডেস্ক: কয়দিন আগেই শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর নবম আসরের খেলা। এরপর মার্চ মাসে টাইগারদের সামনে বড় দুইটি সিরিজ। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড আসছে বাংলাদেশ সফরে। এর মধ্যেই শুরু হবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। হঠাৎ করেই জানানো হলো এ টুর্নামেন্ট শুরু হবে আগামী মার্চ মাসের ১৫ তারিখ থেকে।
এদিকে, গতবার করোনার কারণে এ টুর্নামেন্টটি টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হলেও এবার অনুষ্ঠিত হবে ৫০ ওভারে। এছাড়া এবারও ঢাকা লিগের বেশিরভাগ ম্যাচ হবে মিরপুর আর বিকেএসপিতে। বিকল্প ভেন্যু হিসেবে রাখা হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামকে। গত শনিবার প্রিমিয়ার ডিভিশন খেলা সব ক্লাবের প্রতিনিধিদের নিয়ে বৈঠক শেষে এসব তথ্য জানান সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘ভেন্যু তো সাধারণত আমাদের মিরপুর, বিকেএসপি থাকে। যেহেতু মার্চে আমাদের দুইটি দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে। আমরা খেলাটা তো শুরু করতে চেয়েছিলাম বিপিএল শেষ হওয়ার পর পরই। এখন আমাদের বিসিএল খেলার সূচি পড়ে গেছে। বিএসএলে অনেক প্লেয়ার ব্যস্ত থাকবে যে কারণে ফেব্রুয়ারিতে শুরু করতে পারছি না।’ ঈদের পর সুপার লিগ পর্ব অনুষ্ঠিত হবে জানিয়ে চেয়ারম্যান বলেন, ‘ঈদুল ফিতরের আগ পর্যন্ত চলবে ডিপিএলের গ্রুপ পর্বের খেলা। ঈদের ছুটি শেষে ফের শুরু হবে সুপার লিগ পর্ব।’ |