শিরোনাম: |
ফুলবাড়ীতে `লুমেলিসা'র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
|
![]() বৃহস্পতিবার সকালে পৌর এলাকার সুজাপুর গ্রামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। লুমেলিসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা মহসীন চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের স্থানীয় সরকার পরিচালক ফজলুর কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম, দিনাজপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ (অবঃ) অধ্যপক ছাইয়েদুল হক, লুমেনিসার সাধারন সম্পাদক ডাক্তার মুশফিকুর রহমান চৌধুরী লিও প্রমুখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগে স্থানীয় সরকার পরিচালক ফজলুল কবীর বলেছেন, উন্নত রাষ্ট্র ও সমাজ গঠন করতে হলে আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। লেখাপাড়া ছাড়া কোন জাতী উন্নতি করতে পারেনা, এজন্য সবার দায়িত্ব ছেলে মেয়েদের শিক্ষত করে গড়ে তোলা। বে-সরকারী সংস্থা লুমেলিসার উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার সাড়ে চার’শ দরিদ্র ও প্রতিবন্দিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। |