বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ ১০ পৌষ ১৪৩১
৫০০-র চূড়ায় রোনালদো
Published : Saturday, 11 February, 2023 at 6:00 AM, Count : 119

বর্তমান ডেস্ক: ক্লাব ফুটবলে পাঁচশ গোল ছাড়িয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি লিগে বৃহস্পতিবার আল নাসরের হয়ে ৪ গোল করার মাধ্যমে পাঁচশ গোলের মাইলফলক স্পর্শ করেন এ তারকা ফুটবলার।

দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন ক্লাবের হয়ে খেলে আসা পর্তুগালের ৩৮ বছর বয়সী সুপারস্টারের গোল সংখ্যা এখন ৫০৩। পাঁচটি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে ৫টি লিগে এই গোল করেছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে নিজ দেশের ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে তিন গোল করেছিলেন রোনালদো।

এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফায় করেছেন ১০৩টি লিগ গোল। এছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে ৩১১টি এবং জুভেন্টাসের হয়ে ৮১ গোল করেছেন পাঁচ বারের ব্যালন ডি অর খেতাব বিজয়ী রোনালদো।

ক্যারিয়ারের পঞ্চম ক্লাব হিসেবে বর্তমানে আল নাসরে খেলছেন রোনালদো। ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর বিশ্বকাপ থেকে ফিরে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমিয়েছেন তিনি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft