শিরোনাম: |
৫০০-র চূড়ায় রোনালদো
|
বর্তমান ডেস্ক: ক্লাব ফুটবলে পাঁচশ গোল ছাড়িয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি লিগে বৃহস্পতিবার আল নাসরের হয়ে ৪ গোল করার মাধ্যমে পাঁচশ গোলের মাইলফলক স্পর্শ করেন এ তারকা ফুটবলার। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফায় করেছেন ১০৩টি লিগ গোল। এছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে ৩১১টি এবং জুভেন্টাসের হয়ে ৮১ গোল করেছেন পাঁচ বারের ব্যালন ডি অর খেতাব বিজয়ী রোনালদো। ক্যারিয়ারের পঞ্চম ক্লাব হিসেবে বর্তমানে আল নাসরে খেলছেন রোনালদো। ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর বিশ্বকাপ থেকে ফিরে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমিয়েছেন তিনি। |