শিরোনাম: |
কিয়ারার বিয়েতে কনেপক্ষ আলিয়া!
|
![]() করণ জোহরের শোয়ে শাহিদ কাপুরের সঙ্গে আসেন কিয়ারা আদভানি। সেখানেই আমতা আমতা করে হলেও সিদ্ধার্থের সঙ্গে বিয়ের কথা বকলমে স্বীকার করে নেন কিয়ারা। পাশপাশি নিজের মনের সুপ্ত ইচ্ছের কথা জানান। এর আগে অবশ্য আলিয়া ভট্ট ও সিদ্ধার্থ মলহোত্র’র ভেতরে একটি সম্পর্কের গুঞ্জনও চলছিল। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির মাধ্যমে দু’জনেরই বড় পর্দায় অভিষেক। ‘কপূর এন্ড সন্স’ ছবিতেও দেখা গিয়েছিল আলিয়া-সিড জুটিকে তার পরই সম্পর্কে ভাঙন। ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। আলিয়া এখন রনবীরের স্ত্রী। অন্যদিকে, কিয়ারার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আলিয়ার প্রাক্তন সিদ্ধার্থ। এদিকে এতো কিছু জানার পরেও আলিয়াকেই নিজের বিয়েতে কনের বন্ধুর তালিকায় চান কিয়ারা। অভিনেত্রীর এই বাসনার কথা শুনে ঢোক গিললেন করণ জোহর। বললেন, ‘তুমি সিদ্ধার্থ মলহোত্রকে বিয়ে করতে চলেছো আর কনেপক্ষে আলিয়াকে চাও! যদিও নিজের মনের কথা বলে খানিক অস্বস্তিতেই পড়েন কিয়ারা। |