শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪ ১২ পৌষ ১৪৩১
ভূমিকম্প: তুরস্ক জাতীয় ফুটবল দলের গোলরক্ষকের লাশ উদ্ধার
Published : Wednesday, 8 February, 2023 at 6:00 AM, Count : 211

বর্তমান ডেস্ক: তুরস্কে ভূমিকম্পে ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু নিখোঁজ ও জীবিত উদ্ধারের খবর খুব আলোড়ন তুলেছিল আন্তর্জাতিক মিডিয়ায়। এর পরই জানা গেল, ভয়াবহ এ ভূমিকম্পে নিহত হয়েছেন তুরস্ক জাতীয় দলের গোলরক্ষক আহমেত এইয়ুপ তুর্কাসলান।

তুরস্ক ও সিরিয়া সীমান্তে সোমবার ঘটে যাওয়া ভয়াবহ এ ভূমিকম্পে এখন পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। কয়েক মাইল জুড়ে তৈরি হওয়া ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে আছে অসংখ্য মানুষ। এর মধ্যেই মাঝে মাঝে কিছু জীবিত মানুষকে উদ্ধার করে আনছেন উদ্ধারকর্মীরা। তবে উদ্ধারকৃতদের মধ্যে মৃতই বেশি।

তেমনি মঙ্গলবার উদ্ধারকাজ চালাতে গিয়ে পাওয়া গেছে আহমেত এইয়ুপের লাশের সন্ধান পান উদ্ধারকর্মীরা। এ সংবাদ নিশ্চিত করেছে তার ক্লাব ইয়েনি মালায়াতইয়াসপোর। ক্লাবটি টুইটারে এক শোক বার্তায় লিখেছে, ‘আমাদের গোলরক্ষক, আহমেত এইয়ুপ তুর্কাসলান ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। তার আত্মার শান্তি কামনা করছি।’

ইয়েনি মালায়াতইয়াসপোর আরো লিখেছে, ‘আমরা কখনোই তোমাকে ভুলবো না। তুমি হচ্ছো আমাদের মধ্যে সবচেয়ে সুন্দর ব্যতিত্বের অধিকারী।’ ২০২১ সালে তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইয়েনি মালাতিয়াসপোর-এ যোগ দেন ২৮ বছর বয়সী তুর্কাসলান। এরপর এই ক্লাবের হয়ে ৬টি ম্যাচ খেলেছিলেন তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেস এবং এভার্টনের সাবেক উইঙ্গার, বর্তমানে তুরস্কের দ্বিতীয় বিভাগের দল চাইকু রিজেসপোর-এ খেলা ইয়ানিক বোলাইজ টুইটারে বলেন, ‘আহমেত এইয়ুপ তুর্কাসলান ভাই তোমার আত্মার শান্তি কামনা করছি। মনে হচ্ছে যেন এই মুহূর্তে আমি তোমাকে ডাগআউটে দেখতে পাচ্ছি। এরপর মনে হচ্ছে তুমি নেই, চলে গেছে।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft