শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪ ১৩ পৌষ ১৪৩১
শতবর্ষী বিশ্বকাপের 'যৌথ' আয়োজক হতে চায় আর্জেন্টিনা
Published : Wednesday, 8 February, 2023 at 6:00 AM, Count : 156

বর্তমান ডেস্ক: কোন দেশ ২০৩০ সালের বিশ্বকাপের আয়োজ হবে ফিফা তা নির্ধারণ করবে ২০২৪ সালে। কিন্তু এরই মধ্যে ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের জন্য দরপত্র জমা দিলো লাতিন আমেরিকার চার দেশ আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়ে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) মঙ্গলবার এক অনুষ্ঠানে চার দেশের ফুটবল কর্মকর্তা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দোমিনিগেসের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়।

২০১৭ সালে প্রাথমিকভাবে আর্জেন্টিনা ও উরুগুয়ে ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে চাওয়ার লক্ষ্যের কথা বলেছিল। পরে তাদের সঙ্গে যোগ দেয় চিলি ও প্যারাগুয়ে। এটি হবে বিশ্বকাপের শতবর্ষী আসর। এর আয়োজক নির্ধারিত হবে ২০২৪ সালে। প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে, ১৯৩০ সালে। বিশ্বকাপের একশ বছর পূর্তির আসরটি তাই দক্ষিণ আমেরিকায় আয়োজন করতে চায় ওই চার দেশ।

আর্জেন্টিনা বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৭৮ সালে, চিলি ১৯৬২ সালে। প্যারাগুয়ে কখনও বৈশ্বিক আসর আয়োজন করেনি। ২০৩০ বিশ্বকাপের স্বাগতিক হতে এই চার দেশকে লড়াই করতে হবে স্পেন ও পর্তুগালের সঙ্গে। ইউরোপের এই দুই দেশ যৌথভাবে আসরটি আয়োজন করতে চাওয়ার ঘোষণা দিয়েছে আগেই।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft