শিরোনাম: |
গোল করেই চলেছেন ‘আর্জেন্টাইন গোলমেশিন’
|
বর্তমান ডেস্ক: মিলান ডার্বিতে জয় হয়েছে ইন্টারের। ইতালিয়ান সিরি এ’র ম্যাচে এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। ম্যাচের একমাত্র গোলটি করেছেন আর্জেন্টাইন তারকা লাওতারো মার্টিনেজ।
রবিবার রাতে ঘরের মাঠ সান সিরোতে ম্যাচের ৩৪তম মিনিটে ইন্টারকে এগিয়ে দেন লাওতারো। বিশ্বকাপের পর ৯ ম্যাচে এটি লাওতারোর সপ্তম গোল। কাতার বিশ্বকাপে গোল না পেলেও ক্লাব ও দেশের জার্সিতে লাওতারোর দায়িত্বই হলো গোল করা। কাতার বিশ্বকাপের বাছাইপর্ব ও গত কোপা আমেরিকায় ‘গোলমেশিন’ রূপে দেখা গেছে লাওতারোকে। ক্লাবের হয়ে গোল করছেন নিয়মিত। রবিবার এসি মিলানের বিপক্ষে তাঁর একমাত্র গোলটিই জয় এনে দিয়েছে ইন্টারকে। দিনের অপর ম্যাচে স্পেজিয়াকে ৩-০ গোলে হারিয়েছে লিগের শীর্ষে থাকা দল নাপোলি। লিগে ২১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ইন্টার। আর ৩৮ পয়েন্ট নিয়ে এসি মিলানের অবস্থান ছয়ে। |