শিরোনাম: |
পুলিশের পোশাকে পাকিস্তানের পেসার নাসিম শাহ
|
বর্তমান ডেস্ক: নতুন ভূমিকায় পাকিস্তানের বোলার নাসিম শাহ আফ্রিদি। তবে পাকিস্তানের জাতীয় দলের হয়ে কোনও ক্রিকেটীয় ভূমিকা পালন করছেন তা একেবারেই নয়। সম্পূর্ণ নতুন ভূমিকায় দেখা গেল তাকে। বালুচিস্তান পুলিশের ডিএসপি হয়েছেন তিনি। বালুচিস্তান পুলিশের শুভেচ্ছাদূত অর্থাৎ গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে তাকে।
কোয়েটার আইজি পুলিশ দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই দায়িত্ব তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে আন্তরিকতা প্রকাশ করে নাসিম বলেন, ছোটবেলায় আমি পুলিশকে ভয় পেতাম। আমি দুষ্টুমি করলে আমার বাবা-মা পুলিশের নাম করে আমাকে ভয় দেখাতেন। তবে যত বড় হয়েছি ধীরে ধীরে ভয় কেটেছে। আমাদের নিরাপদ রাখতে পুলিশ যে ত্যাগ স্বীকার করে তা আমি উপলব্ধি করতে পেরেছি। তারা কেবল আমাদের জন্য নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেন না, আমাদের কাছে বিভিন্ন পরিষেবা সহজ ভাবে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করেন তারা। নাসিম আরও বলেন, এনসিএ-তে আমাদের সাথে যারা নিযুক্ত আছেন তারা আমাদের সুরক্ষার জন্য রাতে জেগে থাকেন। অন্যদিকে আমি রাতে ভালো করে বিশ্রাম না পেলে কাজও করতে পারি না। পুলিশের প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে এবং তাদের সহায়তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। গত বছর জুলাই মাসে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিকে গুডউইল অ্যাম্বাসেডর করে খাইবার পাখতুনখোয়া পুলিশ। |