শিরোনাম: |
টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের মালিক রশিদ খান
|
![]() দক্ষিণ আফ্রিকার এসএ-২০ লিগে এমআই কেপ টাউনের হয়ে প্রিটোরিয়াস ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছিলেন রশিদ। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন ২৪ বছর বয়সী এই লেগস্পিনার। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের মাইল ফলক পূরণ হয় তাঁর। ৫০০ উইকেট শিকার করতে রশিদের লেগেছে ৩৭১ ম্যাচ। ৫৫৬ ম্যাচ খেলে ৬১৪ উইকেট শিকার করেছেন ব্রাভো। ৩৯ বছর বয়সী ব্রাভো হয়তো নিকট ভবিষ্যতেই অবসরে চলে যাবেন। রশিদের সামনে রয়েছে অনেক সময়। যেভাবে খেলছেন সেভাবে ক্যারিয়ার শেষ করতে পারলে টি-টোয়েন্টিতে ১০০০ উইকেট শিকারের রেকর্ডও গড়ে ফেলতে পারেন এই আফগান। |