বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ ৯ পৌষ ১৪৩১
ক্রিয়েটিভিটি আমায় বাঁচিয়ে রাখে: রণবীর
Published : Saturday, 21 January, 2023 at 6:00 AM, Count : 225

বর্তমান ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। অভিনয়ে এই নায়কের ভক্ত সংখ্যা অগণিত। পাশাপাশি তার উদ্ভট পোশাক-আশাক ও আচরণে সমালোচক সংখ্যাও নেহায়েত কম নয়। এ নিয়ে প্রায়ই তাকে কটাক্ষের শিকার হতে হয়। এবার নিজের সম্পর্কে গোপন এক তথ্য ফাঁস করলেন তিনি। ছোট থেকেই নাকি মাথায় গণ্ডগোল রণবীরের। ডানদিক বেশ সক্রিয় হলেও বাঁদিক বরাবরই দুর্বল। অভিনেতা জানান, ছোট থেকেই ভীষণ সৃজনশীল তিনি। নাচ, গান, আঁকায় খুব দক্ষ কিন্তু অঙ্ক, গণনা এসবে একদমই ভালো ছিলেন না। তাই ছোট থেকেই ভাবতেন মস্তিষ্কের বাঁদিকে হয়তো শর্ট সার্কিট হয়েছে।

ছোট থেকেই শিক্ষকদের বলতেন হিরো হবেন। একদম শেষ বেঞ্চে গিয়ে বসতেন। রণবীর এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি অঙ্ক আর অ্যাকাউন্টসে ভালো ছিলাম না। ছোট থেকেই জানতাম আমি কিসে দক্ষ! তাই সেটাই করতে চেয়েছিলাম।’ ডানদিক বাঁদিকের রহস্য উন্মোচন করতে গিয়েই রণবীর বলে বসেন, ‘আমি যে ইমোশনাল এটাও তার প্রমাণ। মস্তিষ্কের ডানদিক বেশি সক্রিয় আমার।’

তবে অঙ্কে কাঁচা হলেও ক্যারিয়ার নিয়ে প্ল্যানিংটা কিন্তু দিব্যি করে যাচ্ছেন। কীভাবে সম্ভব? এ ক্ষেত্রে অভিনেতার বক্তব্য, ‘ওসব আমি কিছু মানুষদের ওপর ছেড়ে রেখেছি তারা সব সামলে নেন। আমি যেটায় দুর্বল সেটা ওরা ঠিক করে দেয়। শুধুই ক্রিয়েটিভ বিষয়টা আমায় বাঁচিয়ে রাখে।’ তবে নিজেকে প্রতিষ্ঠিত করতে যে তার মস্তিষ্কের ডানদিক দারুণ সহায়তা করেছে একথাও বলাই যায়।

উল্লেখ্য, রোহিত শেঠির ‘সার্কাস’ বক্স অফিসে ব্যর্থ হলেও পরবর্তীতে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে দেখা যাবে রণবীরকে। আগামীতে সঞ্জয় লীলা বানসালি এবং এস শংকরের পরিচালনায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ‘সিম্বা’ অভিনেতার।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft