রোববার ২২ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১
বিপিএলে শততম ম্যাচ খেলার কীর্তি গড়লেন বিজয়
Published : Saturday, 21 January, 2023 at 6:00 AM, Count : 103

বর্তমান ডেস্ক: দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শততম ম্যাচ খেলার কীর্তি গড়লেন উইকেটরক্ষক-ব্যাটার এনামুল হক বিজয়। প্রথম ক্রিকেটার হিসেবে এই বিপিএলেই শততম ম্যাচ খেলার রেকর্ড গড়েছিলেন আরেক উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম।

শুক্রবার (২০ জানুয়ারি) বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে আসরের ২০তম ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে খেলতে নেমে শততম ম্যাচ খেলার নজির গড়েন ফরচুন বরিশালের বিজয়।  নিজের শততম ম্যাচে ৮ বলে ৬ রান করেছেন তিনি।

২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন বিজয়। এখন পর্যন্ত বিপিএলের ১০০ ম্যাচে ২১.৮৪ গড়ে ১৯২২ রান করেছেন তিনি। ৮টি হাফ-সেঞ্চুরি করা এই ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ রান ৮৩ রান।  উইকেটের পেছনে ৪২টি ক্যাচ ও ১৩টি স্ট্যাম্পিং আছে বিজয়ের। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft