শিরোনাম: |
বাংলাদেশের জয়ে আর্জেন্টাইন সমর্থকের উচ্ছ্বাস
|
বর্তমান ডেস্ক: বিশ্বকাপ ফুটবল আসলেই বাংলাদেশে হয়ে যায় এক টুকরো আর্জেন্টিনা। দেশের আনাচে-কানাচে উড়তে থাকে আর্জেন্টনার পতাকা। আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশি সমর্থকদের আবেগ, উন্মাদনার কমতি নেই। এই খবর পৌঁছে গেছে আর্জেন্টিনায়ও। লাতিন আমেরিকার দেশটিতে এ নিয়ে রীতিমতো সাড়া পড়ে গেছে। জবাবে বসে থাকেনি তারাও। খোদ আলবিসেলেস্তেদের কোচও বাংলাদেশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারই ধারায় আর্জেন্টিনার সাধারণ মানুষের সঙ্গেও বাংলাদেশি সমর্থকদের সঙ্গে বন্ধন দৃঢ় হতে শুরু করেছে। এবার ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জয়ে নিজের অনুভুতি প্রকাশ করলেন এক আর্জেন্টাইন সমর্থক।
তার নাম লিয়ান্দ্রো গায়িচিও। টাইগারদের বেশ পুরনো সমর্থক তিনি। প্রায়ই নিজের ফেসবুকে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে পোস্ট দেন তিনি। বাংলাদেশ দল নিয়ে তার আগ্রহ আর উচ্ছ্বাসের খবর অবশ্য চাপা থাকেনি। এবার ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জয় ছুঁয়ে গেছে লিয়ান্দ্রোর হৃদয়। লিয়ান্দ্রো সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তাকে বলতে শোনা যায়, অভিনন্দন বাংলাদেশ। আমরা ভারতকে হারিয়েছি। দারুণ এক ম্যাচ। আমি ঘুমাতে পারিনি। তবে আমি খুবই খুশি। কী অসাধারণ এক ম্যাচ! ভামোস আর্জেন্টিনা, ভামোস বাংলাদেশ। এর আগে, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিশিয়াল টুইটার হ্যান্ডল সিলেকশন আর্জেন্টিনা’ থেকে বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তদের তিনটি ছবি প্রকাশ করা হয়। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের দলকে সমর্থনের জন্য ধন্যবাদ। তারা (বাংলাদেশি) আমাদের মতোই পাগলাটে। |