মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
'জার্সি অবমাননা' বিতর্কে মেসির পাশে ব্রাজিলিয়ান ফুটবলার
Published : Tuesday, 29 November, 2022 at 6:00 AM, Count : 243

বর্তমান ডেস্ক: কাতার বিশ্বকাপের মাঝপথে এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়ে পড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মেক্সিকোর বিপক্ষে ম্যাচ জয়ের পর দলবেধে তারা আনন্দ করছিলেন। এসময় মেক্সিকোর একটি জার্সিতে মেসির পা লাগে। এতেই ক্ষেপে গিয়ে মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেস তো মেসিকে রীতিমতো শাসিয়েছেন।

এই ঘটনায় মেসির পাশে দাঁড়িয়েছেন তার সাবেক সতীর্থ সোর্হিও আগুয়েরো। আর্জেন্টাইন অধিনায়ক এবার পাশে পেলেন ব্রাজিলের সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার ফেলিপে মেলোকে। 

গত শনিবার মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। জয়ের পর ড্রেসিং রুমে নেচে-গেয়ে উদযাপন করছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়দের বিভিন্ন সরঞ্জামের সঙ্গে মেক্সিকোর একটি জার্সিও মেঝেতে পড়ে আছে মেসির সামনে। একটা পর্যায়ে নিজের বুট খুলতে গিয়ে ওই জার্সিতে সামান্য পা লাগে মসির। দেখে মনে হচ্ছিল, তিনি জার্সিতে লাথি মারছেন!

এই দৃশ্য দেখেই চটে গেছেন আলভারেস।  টুইটারে তিনি আর্জেন্টাইন সুপারস্টারকে উদ্দেশ্য লিখেছেন, 'তোমারা কী দেখেছ, মেসি আমাদের জার্সি ও পতাকা দিয়ে মেঝে পরিষ্কার করছে। ঈশ্বরের কাছে প্রাথর্না করুক মেসি, যেন আমার সামনে না পড়ে।  আমি যেমন আর্জেন্টিনাকে শ্রদ্ধা করি, তারও মেক্সিকোকে সম্মান করতে হবে। আমি পুরো দেশের কথা বলছি না, মেসি যে বাজে কাজটি করেছে সেটার কথা বলছি!'

এবার আলভারেসকে জবাব দিয়ে ৩৯ বছর বয়সী ফিলিপে মেলো টিএনটি স্পোর্টসকে বলেছেন, ‘বক্সিং পছন্দ করায় ক্যানেলোকে শ্রদ্ধা করতাম। কিন্তু সে ফুটবলের কিছু বোঝে না, তাই চুপ থাকা উচিত। অন্যদের সম্মান দেওয়ার ক্ষেত্রে মেসির চেয়ে ভালো কেউ নেই। কোনো দলেই নেই। তার বিপক্ষে অনেকবারই খেলেছি, প্রতিবারই তার কাছ থেকে সম্মান পেয়েছি। যে লোক মুখ খুলে আজেবাজে কথা বলে, তার (মেসি) সেসব কথার উত্তর দেওয়ার দরকার নেই। ’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft