শিরোনাম: |
যে সমীকরণে নকআউট পর্বে যাবে জার্মানি
|
বর্তমান ডেস্ক: কাতার বিশ্বকাপে শেষ ষোলেতে খেলতে হলে গ্রুপ-ই’র শেষ রাউন্ডের ম্যাচে জয় ছাড়া বিকল্প কোন পথ নেই চারবারের চ্যাম্পিয়ন জার্মানির। সেই সাথে এই গ্রুপে শেষ রাউন্ডের ম্যাচে স্পেনের জয়ের প্রত্যাশাও করতে হবে জার্মানদের। আর হার বা ড্র হলে গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপ শেষ করতে হবে জার্মানিকে। গোলের পরিসংখ্যানে, ৭ গোল বেশি আছে স্পেনের। জাপানের গোলসংখ্যা ০, এগিয়েও নেই পিছিয়েও নেই। ৬ গোলে পিছিয়ে আছে কোস্টারিকা। ১ গোলে পিছিয়ে জার্মানি। গ্রুপে শেষ রাউন্ডে আগামী পহেলা ডিসেম্বর জাপানের মুখোমুখি হবে স্পেন। একই দিন কোস্ট রিকার বিপক্ষে খেলবে জার্মানি। ষোলোতে খেলতে হলে কোস্টা রিকার বিপক্ষে জিততেই হবে জার্মানিকে। সেই সাথে জাপানের বিপক্ষে স্পেনের জয়ের প্রার্থনা করবে তারা। জার্মানি জিতলে পয়েন্ট হবে ৪। স্পেন জিতলে পয়েন্ট হবে ৭। স্পেনের কাছে হারলে জাপানের পয়েন্ট ৩ই থাকবে। তখন জাপানকে টপকে শেষ ষোলোতে খেলবে জার্মানি। শেষ ম্যাচে হার বা ড্র হলে গতবারের মত আবারও গ্রুপ পর্ব থেকে বিশ্বকাপ শেষ করতে হবে জার্মানিকে। আবার জার্মানি জিতলে ও স্পেন হেরে গেলে দু’দলের পয়েন্ট সমান ৪ হবে। তখন গোল পার্থক্যের হিসেব করতে হবে। জার্মানির জয়ের সাথে স্পেন-জাপানের ম্যাচ ড্র হলে, স্পেন শেষ ষোল নিশ্চিত করবে। তখন জাপানের সাথে গোল পার্থক্যের হিসাব-নিকাশ হবে জার্মানির। |