বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
ক্যাটরিনাকে সরিয়ে এবার নতুন মুখ হলেন কিয়ারা
Published : Monday, 28 November, 2022 at 6:00 AM, Count : 186

বর্তমান ডেস্ক: কয়েক বছর ধরেই ফলভিত্তিক জনপ্রিয় পানীয় ‘স্লাইস’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ক্যাটরিনা কাইফ ছাড়া অন্য কাউকে দেখা যায়নি। স্লাইসের বিজ্ঞাপন মানেই ক্যাটরিনা। তবে এবার ব্র্যান্ডটি পরিবর্তন এনেছে তাদের বিজ্ঞাপনে। জানা গেছে, স্লাইসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ক্যাটরিনার বদলে কিয়ারা আদভানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই পরিবর্তনের বিষয়ে ব্র্যান্ডের ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, ক্যাটরিনা কাইফ আর কিছু সময়ের জন্য ব্র্যান্ডের মুখ। জিনিসগুলো এভাবেই পরিবর্তিত হয়। কিয়ারা বক্স অফিসে প্রচুর সাফল্য পেয়ে এখন দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছেন। এর পরিপ্রেক্ষিতে ব্র্যান্ডটি অনুভব করেছিল যে তাদের ব্র্যান্ডের নতুন মুখ হিসেবে কিয়ারা আদভানির সাথে কাজ করা যায়।

ব্র্যান্ডটির টিভিসি সম্পর্কে সূত্রটি বলেছে, এই মুহূর্তে কিয়ারা আদভানিকে শুধু ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তিবদ্ধ করা হয়েছে। টিভিসি এখনো শ্যুট করা হয়নি। আগামী সপ্তাহে টিভিসির শুট করার জন্য সময় বরাদ্দ করেছেন কিয়ারা। কিয়ারাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার আনুষ্ঠানিক ঘোষণার সাথে সাথে বিজ্ঞাপনগুলোও উন্মোচন করা হবে।

বলিউডে এই মুহূর্তে উঠতি অভিনেত্রীদের তালিকায় কিয়ারা আদভানি ওপরের সারির একজন। এ বছর কিয়ারার ‘ভুল ভুলাইয়া ২’ এবং ‘জুগ জুগ জিও’, দুটি সিনেমাই বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছে। এ ছাড়াও বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমা হাতে রয়েছে অভিনেত্রীর। হাতে রয়েছে নামকরা ব্র্যান্ডের বিজ্ঞাপনও। সেই তালিকায় যোগ হলো ক্যাটরিনার ‘স্লাইস’।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft