বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
ব্রাজিলকে চূর্ণবিচূর্ণ করে দেওয়ার ‘হুমকি’ সুইস মিডফিল্ডারের
Published : Monday, 28 November, 2022 at 6:00 AM, Count : 172

বর্তমান ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে আজ সোমবার মাঠে নামছে হট ফেভারিট ব্রাজিল। প্রতিপক্ষ সুইজারল্যান্ডের বিপক্ষে তারা বিশ্বকাপে কখনোই জিততে পারেনি। দুইবারের দেখায় দুটি ম্যাচই ড্র হয়েছে। এবারের ব্রাজিল বেশ শক্তিশালী, অপ্রতিরোধ্য।

যেদিও নেইমার চোটে পড়ায় কিছুটা শক্তি হারিয়েছে। এই ব্রাজিলকে রুখে দেওয়ার ঘোষণা দিলেন সুইস মিডফিল্ডার গ্রানিত জাকা। প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে গ্রানিত জাকার সঙ্গে খেলেন ব্রাজিলের দুই ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস ও মার্তিনেল্লি। তাদের মাঝে দারুণ বন্ধুত্বও আছে। কিন্তু জাতীয় দলের হয়ে আজ তারা একে অন্যের শত্রু। গ্রানিত জাকা শোনালেন কিভাবে ‘বন্ধু’ পরিণত হয় ‘শত্রু’তে, ‘অবশ্যই পারে (বন্ধু থেকে শত্রু)।  সতীর্থকে প্রতিপক্ষ দলে পেলে তো ভালোই। চেনাজানা আছে। তবে আমরা সবাই পেশাদার ফুটবলার। আর প্রতিদ্বন্দ্বিতাটা ৯০ মিনিটের। ’

ব্রাজিলিয়ান সতীর্থদের সঙ্গে ক্লাবের স্মৃতিচারণা করে ৩০ বছর বয়সী এই সুইস মিডফিল্ডার আরো বলেন, ‘তোমরা যদি আমাদের গোলকিপারের সঙ্গে লড়াই করতে যাও, আমি তোমাদের চূর্ণবিচূর্ণ করে দেব। ওরা কিছুটা ভয়ও পেয়েছে। জানে, আমি ভাঙচুর চালালে সেটা খুব কঠিন কিছুই হয়। আমরা এক দলে খেলি, এটা বিশ্বকাপে কোনো বড় বিষয় নয়। এটা বিশ্বকাপ। সে তার দেশের জন্য খেলবে, আমি আমার দেশের জন্য খেলব। সবাই জিততে চায়। ’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft