বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
এবার ৭ বলে ৭ ছক্কা; ক্রিকেটে নতুন ইতিহাস!
Published : Monday, 28 November, 2022 at 6:00 AM, Count : 203

বর্তমান ডেস্ক: ছয় বলে ছয় ছক্কা মেরে যুবরাজ সিং-হার্শেল গিবসরা বিখ্যাত হয়ে আছেন। এবার সাত বলে ৭ ছক্কা মেরে তাক লাগিয়ে দিলেন ভারতের রুতুরাজ গায়কোয়াড়। ভারতের ঘরোয়া বিজয় হাজারে ট্রফিতে তিনি এই কীর্তি গড়েছেন। এতদিন ভারতীয়দের মধ্যে ৬ বলে ৬ ছক্কার নজির ছিল রবি শাস্ত্রী এবং যুবরাজ সিংয়ের।

এই দুজনকেও ছাপিয়ে গেলেন রুতুরাজ। বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে উত্তরপ্রদেশের বিপক্ষে রুতুরাজ খেলেন ১৫৯ বলে ২২০ রানের বিধ্বংসী ইনিংস। ওপেন করতে নেমে শুরু থেকেই তিনি আগ্রাসী মেজাজে ছিলেন। অনবদ্য ইনিংসটি খেলার পথে হাঁকিয়েছেন ১০টি চার এবং ১৬টি ছক্কা। তার মধ্যে বাঁহাতি স্পিনার শিবা সিংয়ের করা ৪৯তম ওভারে ৭ ছক্কা মেরে তাক লাগিয়ে দেন।

সেই ওভারের প্রথম চারটি বল উড়িয়ে মাঠের বাইরে পাঠান রুতুরাজ। পঞ্চম বলটি নো করেন শিবা। পরের বলটি ফ্রি-হিটের সুযোগ কাজে লাগিয়ে আবারও ছক্কা। পর পর সাত বলে ৭টি ছয় মেরে লিস্ট এ ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনির আইপিএলের সতীর্থ। বিশ্ব ক্রিকেটে এক ওভারে ৭টি ছক্কা মারার ঘটনা এই প্রথম ঘটল।

ঘরোয়া এবং আন্তর্জাতিক মিলিয়ে ছয় বলে ছয় ছক্কা মারার বেশ কয়েকটি ঘটনা আছে। ভারতের রবি শাস্ত্রী ছয় ছক্কা মেরেছেন ঘরোয়াতে। আর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ছয় বলে ছয় ছক্কা মারেন যুবরাজ সিং। এছাড়া উইন্ডিজের  স্যার গ্যারি সোবার্স, কায়রন পোলার্ড, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, আমেরিকার জসকরণ মালহোত্রা এক ওভারে ৬টি ছক্কা মেরেছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft