মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
মেসি বার্সেলোনায় না গিয়ে যুক্তরাষ্ট্রের লিগে যাচ্ছেন
Published : Monday, 28 November, 2022 at 6:00 AM, Count : 149

বর্তমান ডেস্ক: লিওনেল মেসি গত বছর বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমিয়ে ছিলেন। পিএসজিতে শুরুর সময়টা ভালো কাটেনি তার। তখন থেকেই শোনা যাচ্ছিল আবার বার্সায় নাম লেখাবেন তিনি। কিন্তু দ্য টাইমস জানিয়েছে, মেসি যাচ্ছেন যুক্তরাষ্ট্রের লিগে। চলতি মৌসুমের ইতি ঘটলেই ক্লাব ছাড়তে পারেন তিনি।

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যেতে পারেন মেসি। দুই পক্ষের সমঝোতায় আসার বিষয়টিও নাকি একটু একটু করে এগোচ্ছে। তবে কি সত্যিই যুক্তরাষ্ট্রে পাড়ি জমোচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার।

যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বসের মতে, পিএসজিতে বছরে লিওনেল মেসির বেতন ৪১ মিলিয়ন মার্কিন ডলার। ৩৫ বছর বয়সী এ তারকার গত বছরটা ভালো না কাটলেও এবার ফর্মে ফিরেছেন। এ মৌসুমে এখন পর্যন্ত ক্লাবের হয়ে ১৩ ম্যাচে ৭ গোল করেছেন তিনি। যেখানে গত মৌসুমে ৩৪ ম্যাচে করেছিলেন ১১ গোল। ২০০৪ সালে বার্সেলোনার সিনিয়র দলে সুযোগ পান মেসি। সেই থেকে সব মিলিয়ে কাতালান ক্লাবটির হয়ে তিনি খেলেন ৭৭৮ ম্যাচ, করেন ৬৭২ গোল। ৪৭৪ গোল নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতা তিনি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft