শিরোনাম: |
মারা গেলেন অস্কারজয়ী গায়িকা-অভিনেত্রী আইরিন কারা
|
বর্তমান ডেস্ক: অস্কারজয়ী গায়িকা ও অভিনেত্রী আইরিন কারা মারা গেছেন। ফ্লোরিডায় নিজ বাড়িতেই মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তবে ঠিক কী কারণে তিনি মারা গেছেন সেটা এখনো জানা যায়নি। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। কারার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মুখপাত্র জুডিথ এ মুজ। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মুজ লিখেছেন, কারা ফ্লোরিডায় নিজ বাড়িতে মারা গেছেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানানো হয়নি। কারা তার সংগীত ও চলচ্চিত্রের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবেন মানুষের মাঝে।
১৯৫৯ সালে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে জন্মগ্রহণ করেন কারা। তার বাবা পুয়ের্তো রিকান এবং মা একজন কিউবান-আমেরিকান। পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। কারা পাদ প্রদীপের আলোয় আসেন ১৯৮০ সালে ‘ফেম’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়ে। এরপর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নিজের লেখা বেশকিছু গান কণ্ঠে তুলে মন জয় করে নিয়েছেন শ্রোতাদের। ‘ফ্ল্যাশড্যান্স... হোয়াট এ ফিলিং’ গানটি এরমধ্যে উল্লেখযোগ্য। এই গানটি তার ঝুলিতে এনে দিয়েছিল অস্কার ও গ্র্যামি অ্যাওয়ার্ড। অভিনেত্রী হিসেবেও যথেষ্ট সফল ছিলেন আইরিন কারা। ১৯৮১ সালে গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন তিনি। জনপ্রিয় এই গায়িকা ও অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার অনুরাগী ও সহকর্মীদের মাঝে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই শোক প্রকাশ করেছেন তারা। |