শিরোনাম: |
নেইমারকে নিয়ে সুখবর পেল ব্রাজিল
|
বর্তমান ডেস্ক: কাতারে চলমান ফুটবল বিশ্বকাপে জি গ্রুপে শীর্ষে রয়েছে ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে সেলেসাওরা। এই ম্যাচ জিতলেও দুঃসংবাদ সঙ্গে নিয়ে মাঠ ছেড়েছিল দলটি। তবে পরের ম্যাচে মাঠে নামার আগেই পেয়েছে সুসংবাদ, তাও নেইমারকে নিয়ে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার (২৮ নভেম্বর) রাত ১০টায় সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তির সংবাদ দিয়েছেন দলের চিকিৎসকরা। তারা জানিয়েছেন, শিগগিরই মাঠে ফিরবেন নেইমার জুনিয়র।
সার্বিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের ৭৯তম মিনিটে ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পান নেইমার। ফলে গুঞ্জন উঠেছিল, এবারের বিশ্বকাপ থেকে অনেকটাই ছিটকে গেছেন তিনি। সেদিন নেইমারকে মোট ৯বার ফাউল করা হয়, যা চলতি বিশ্বকাপে এক ম্যাচে একজন খেলোয়াড়ের সর্বোচ্চ ফাউল হওয়ার রেকর্ড। নেইমার মোটামুটি সুস্থ হওয়ার পথে থাকলেও আসন্ন ম্যাচে তাকে হয়তো মাঠে নামাবেন না ব্রাজিলিয়ান কোচ তিতে। এই ম্যাচে জয় পেলে নকআউট পর্ব অনেকটাই নিশ্চিত করবে সেলেসাওরা। তাই পরিস্থিতি বিবেচনায় দলের সেরা তারকাকে মাঠে নামাবেন তিনি। |