রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১
জিতলেই নকআউট পর্বে সৌদি
Published : Saturday, 26 November, 2022 at 6:00 AM, Count : 278

বর্তমান ডেস্ক: চলমান কাতার বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দেয় সৌদি আরব। এবারের বিশ্বকাপের হট ফেবারিট দল আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচের জয় দৌড় থামিয়ে দিয়ে ফুটবল বিশ্বকে বোঝায় তাদের খাটো করে দেখার কোনো সুযোগ নেই।

আজ নিজেদের দ্বিতীয় খেলায় এডুকেশন সিটি স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় সৌদি আরব মুখোমুখি হবে পোল্যান্ডের। তবে শক্তি-সামর্থ্যের হিসেব করলে পোল্যান্ড থেকে অপেক্ষাকৃত দুর্বল দল সৌদি আরব। তাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় শুধু নয়, বরং বড় ব্যবধানের একটি জয় হাসিল করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসীই হবে ইউরোপের এই দলটি।

শুধু এই গ্রুপ নয়, এবারের বিশ্বকাপের যে কোন গ্রুপে স্থান পেলেও সৌদি আরবকে আন্ডারডগ হিসেবেই দেখা হতো। এবং এই ম্যাচটিতেও তাদেরকে সেই আন্ডারডগ হিসেবেই দেখা হবে, কেননা তাদের প্রতিপক্ষ পোল্যান্ডের নিকট রয়েছে বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন, যার নাম রবার্ট লেভানদোস্কি।

এদিকে সাম্প্রতিক ফর্মের দিক দিয়ে দেখলে বলতেই হয় যে, পোলিশরা কিছুটা পিছিয়েই রয়েছে। বিশ্বকাপে প্রথম ম্যাচে জয়ের সুযোগ পেয়েও অর্জন করতে পারেনি কাঙ্ক্ষিত জয়। ফলে ড্র করে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এছাড়া বিশ্বকাপের আগে প্রস্তুতিস্বরূপ খেলা উয়েফা নেশনস লিগে তারা ৬টি ম্যাচ খেলে তার মধ্যে থেকে কেবল ২টিতেই জয়ের দেখা পেয়েছে। সেই ম্যাচগুলোর একটিতেও তারা ক্লিন শিট রাখতে সক্ষম হয়নি।  সেই ৬ ম্যাচে মোট ৬টি গোল করেছিল তারা, কিন্তু বিনিময়ে কন্সিড করেছিল মোট ১১টি গোল।

অন্যদিকে সৌদিকে এই ম্যাচে নিজেদের আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলবে আর্জেন্টিনার বিপক্ষে পাওয়া জয়টি। বিশ্বকাপে আসার আগে সৌদি আরব বাজে ফর্মেই ছিল। এবং এ অবস্থাতেই পা রাখেন কাতারে। আসার পরেই প্রথম ম্যাচে দেখান নতুন চমক। আসা রাখা যায় এই ম্যাচটি পোল্যান্ডর জন্য মোটেও সহজ হবে না। লড়তে হবে শেষ অবধি।

পোল্যান্ডের সম্ভাব্য একাদশ (ফরমেশন ৫-৩-৪): সেজেসনি, জালেউস্কি, কিভিওর, গ্লিক, বেদনারেক, ক্যাশ, সেজাইমানস্কি, ক্রাইচোয়াক, জিলিনস্কি, লেভানদোস্কি, মিলিক।

সৌদি আরবের সম্ভাব্য একাদশ (ফরমেশন ৪-৩-৩): আল-ওয়াইস, আল-বুরায়েক, আল-বুলাইহি, তাম্বকতি, আবদুলহামিদ, আল-মালকি, কান্নো, আবউদ, দাওসারী, শেহরি, বুরাইকান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft