বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
গত ২১টি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতারা
Published : Thursday, 24 November, 2022 at 6:00 AM, Count : 163

বর্তমান ডেস্ক: ১৯৮২ সাল থেকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন স্যু পুরস্কার দেওয়া শুরু হয়। ২০১০ সালে এ পুরস্কারের নাম বদলে দাঁড়ায় গোল্ডেন বুট। এ পুরস্কার চালুর অনেক আগে ১৯৫৮ সুইডেন বিশ্বকাপে সর্বোচ্চ ১৩ গোলের রেকর্ড গড়েন ফ্রান্সের জাঁ ফঁতে

বিশ্বকাপের প্রতিটি আসরের সর্বোচ্চ গোলদাতা
১৯৩০ : গিয়েরমো স্তাবিল (উরুগুয়ে) ৮টি
১৯৩৪ : অলদ্রিখ নেয়েদলি (চেকোস্লোভাকিয়া) ৫টি
১৯৩৮ : লিওনিদাস (ব্রাজিল) ৭টি
১৯৫০ : আদেমির (ব্রাজিল) ৮টি
১৯৫৪ : সানদোর কোচিশ (হাঙ্গেরি) ১১টি
১৯৫৮ : জাঁ ফঁতে (ফ্রান্স) ১৩টি
১৯৬২ : ফ্লোরিয়ান আলবের্ত (হাঙ্গেরি), গারিঞ্চা (ব্রাজিল), ভালেন্তিন ইভানভ (সোভিয়েত ইউনিয়ন), দ্রাজান জেরকোভিচ (যুগোস্লোভাকিয়া), লিওনেল সানচেজ (চিলি), ভাভা (ব্রাজিল) ৪টি করে।
১৯৬৬ : ইউসেবিও (পর্তুগাল) ৯টি
১৯৭০ : জার্ড মুলার (জার্মানি) ১০টি
১৯৭৪ : জেগ্রোস লাতো (পোল্যান্ড) ৭টি
১৯৭৮ : মারিও কেম্পেস (আর্জেন্টিনা) ৬টি
১৯৮২ : পাওলো রসি (ইতালি) ৬টি
১৯৮৬ : গ্যারি লিনেকার (ইংল্যান্ড) ৬টি
১৯৯০ : সালভাতোর স্কিল্লাচি (ইতালি) ৬টি
১৯৯৪ : ওলেগ সালেংকো (রাশিয়া), খ্রিস্তো স্ত্রইচকফ (বুলগেরিয়া) ৬টি
১৯৯৮ : দাভোর সুকের (ক্রোয়েশিয়া) ৬টি
২০০২ : রোনালদো (ব্রাজিল) ৮টি
২০০৬ : মিরোস্লাভ ক্লোসে (জার্মানি) ৫টি
২০১০ : টমাস মুলার (জার্মানি) ৫টি
২০১৪ : হামেস রদ্রিগেজ (কলম্বিয়া) ৬টি
২০১৮ : হ্যারি কেন (ইংল্যান্ড) ৬টি



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft