শিরোনাম: |
'ব্রাজিল ফুটবলারদের ডিএনএতেই তো আক্রমণ'
|
বর্তমান ডেস্ক: মরুর বুকে আজ শুরু হচ্ছে 'আসল বিশ্বকাপ'। মাঠে নামছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। হেক্সা মিশনের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সার্বিয়া। জয় দিয়ে বিশ্বকাপ শুরুর কোনো বিকল্প ভাবছে না ব্রাজিল।
তাদের একাদশ নিয়ে এখনো সম্পূর্ণ ধোঁয়াশা আছে। তবে একাদশ যেমনই হোক, সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল যে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলবে, তাতে সন্দেহ নেই। দলের কৌশল যাতে ফাঁস না হয়, তাই অনুশীলনে কঠোর গোপনীয়তা আরোপ করেছেন ব্রাজিল কোচ তিতে। মিডিয়া বলতে গেলে নিষিদ্ধ। আক্রমণাত্মক ফুটবল নিয়ে আরেক তারকা রিচার্লিসনও, 'আমি ব্যক্তিগতভাবে বেশিসংখ্যক খেলোয়াড়কে ওপরে খেলানোর পক্ষপাতী। বেশি খেলোয়াড় মানেই পায়ে বেশি বল, আমার নিজের জন্যও এটা সুবিধার। আমি বেশি পাস পাব, সুতরাং বেশি করে গোলের সুযোগ তৈরি হবে। আমি ব্রাজিলের নাম্বার নাইন হিসেবে সেটিই চাই। ' |