মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
যাদেরকে হারালেন তারাই চ্যাম্পিয়ন হবে বললেন সৌদি কোচ
Published : Wednesday, 23 November, 2022 at 6:00 AM, Count : 119

বর্তমান ডেস্ক: আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচ জয়ের রেকর্ড থামিয়েছে সৌদি আরব। চমক দেখিয়েই আলবিসেলেস্তাদের ২-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে প্রথম অঘটন ঘটিয়েছে 'দ্য গ্রীন ফ্যালকনসরা'।

যাদের হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে সৌদি আরব তারাই চ্যাম্পিয়ন হবে এমন মন্তব্য করেছেন খোদ সৌদি কোচ হার্ভে রেনার্ড।  নিজেদের উপর বিশ্বাস রাখার পরামর্শ দিয়েছেন আর্জেন্টিনা দলকে। ফুটবলে যে কোন কিছু হতে পারে এমন মন্তব্য করেছেন সৌদির এই ফরাসি কোচ। সৌদির জয়ের কারণ জিজ্ঞাসা করা হলে আকাশের দিকে দেখিয়ে বলেন,  'তারারা আমাদের পক্ষে কাজ করেছিল।'

তারারা কি আর্জেন্টিনার পক্ষে কাজ করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আর্জেন্টিনা কোপা চ্যাম্পিয়ন এবং তাদের দলে ভালো মানের খেলোয়াড় রয়েছে।'

আর্জেন্টিনা কতদূর যাবে এমন প্রশ্নের জবাবে সে বলেন, 'আর্জেন্টিনা গ্রুপ পর্ব তো পেরোবেই, এমনকি মেসিরা বিশ্বকাপটাও জিতে যাবে।'



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft