শিরোনাম: |
বিপিএলের ড্রাফট শেষে কে কোন দলে
|
বর্তমান ডেস্ক: বাংলাদেশ
প্রিমিয়ার লীগের ( বিপিএল) নবম আসরের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয় আজ
বুধবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে।
সরাসরি দল না পেলেও আজ ড্রাফটের মাধ্যমে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছে সিলেট। গত কয়েক মাসের সমালোচিত ব্যাটার নাজমুল শান্তকেও কে দলে টেনেছে সিলেট। আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। এই সময়ে বাংলাদেশ দলের সেরা ব্যাটার লিটন দাসকে দলে নিয়েছে কুমিল্লা। গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লার অধিনায়ক ইমরুল জায়গা পেয়েছেন তার পুরোনো ঠিকানাতেই। সৌম্য সরকার জায়গা পেয়েছেন ঢাকা ডমিনেটরসে। জাতীয় দলের আরেক ক্রিকেটের ইয়াসির রাব্বির জায়গা হয়েছে খুলনা দলে। স্থানীয় ক্রিকেটারদের ড্রাফট শেষে ৭ দল যাদের বেছে নিল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত , তানভির ইসলাম, ইমরুল কায়েস , আশিকউজ্জামান, জকির আলী অনিক , সৈকত আলী, আবু হায়দার রনি, নাইম হাসান , মুকিদুল ইসলাম মুগ্ধ , মহিদুল ইসলাম অংকন। সিলেট স্ট্রাইকার্স: মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত , রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ , তৌহিদ হ্রদয়, রুবেল হোসেন, জাকির হাসান, নাজমুল অপু, আকবর আলী , শরিফুল্লাহ্ , তানজিম হাসান সাকিব। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভগত হোম , মেহেদি হাসান রানা , ইরফান শুক্কুর , মেহেদি মারুফ, জিযাউর রহমান, তাইজুল ইসলাম, আবু জাইদ রাহি, ফরহাদ রেজা , তৌফিক খান তুষার। ঢাকা ডোমিনেটর্স: মোহাম্মদ মিঠুন , সৌম্য সরকার , শরিফুল ইসলাম , আরাফাত সানি , নাসির হোসেন , আল আমিন হোসেন সিনিয়র, অলক কাপালি, মনির হোসেন খান , আরিফুল হক , মুকতার আলী , মিজানুর রহমান , দেলোয়ার হোসেন। রংপুর রাইডার্স: শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ , নাইম শেখ , রাকিবুল হাসান, শামিম পাটোয়ারি, রিপন মন্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন , রবিউল হক, আলাউদ্দীন বাবু। ফরচুন বরিশাল: মাহমুদউল্লাহ রিয়াদ , মেহেদি হাসান মিরাজ , এবাদত হোসেন , এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সাঞ্জামুল ইসলাম , সালমান হোসেন। খুলনা টাইগার্স: সাইফউদ্দীন , ইয়াসির আলী রাব্বি , নাসুম আহমেদ , নাহিদুল ইসলাম , মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান , শফিকুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়। |