‘আমার গান যে মানুষ এখনও শুনছে, এটাই অবিশ্বাস্য’
Published : Tuesday, 22 November, 2022 at 6:31 PM, Count : 909

বর্তমান ডেস্ক: এমনিতেই বছরের শেষদিকে আলোচনার সোরগোল পড়ে গিয়েছিল যে, প্রায় সবগুলো অ্যাওয়ার্ড এবছর টেইলর সুইফট একাই নিয়ে যাবে। ধারণা করছিলেন সবাই। সেই কথাই বাস্তবে ঘটলো। পপ সুপারস্টার টেইলর সুইফট আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস-এর সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান জিতেছেন।

গত রবিবার (২০ নভেম্বর) রাতে লসঅ্যাঞ্জেলেসে জমকালো এই আসর বসে। যেখানে বছরের সেরা শিল্পী হিসেবে নির্বাচিত হন টেলর।

‘অ্যান্টি-হিরো’ গায়িকা ধন্যবাদ জানান শ্রোতা ও ভোটারদের। যারা তাকে বর্ষসেরা হিসেবে নির্বাচিত করেছে। শুধু বর্ষসেরাই নন, টেলর জিতেছে আরও বেশ কটি বিভাগের পুরস্কার। যেন এবারের আসরটি বসেছে টেলরকে ঘিরেই!

টেলর অ্যাওয়ার্ড মঞ্চে উঠে বলেন, ‘আমার গান যে মানুষ এখনও শুনছে, এটাই অবিশ্বাস্য মনে হয় আমার কাছে! আমি এখনও গান করছি এবং আপনারা এখনও সেগুলো আগ্রহ নিয়ে শোনেন; এটা আমার কাছে কতটা অবিশ্বাস্য তা আমি প্রকাশ করতে পারবো না।’

কৌতুক অভিনেতা ও সঞ্চালক ব্র্যাডি মজা করে এদিনের আয়োজনে টেনে আনেন অস্কার আসরে ক্রিস রকের ওপর উইল স্মিথের চড় প্রসঙ্গ! সেই ঘটনার রেশ টেনে ব্র্যাডি রসিকতা করে বলেন, ‘আজ রাতে কেউ চড় মারবে না তো!’

বর্ষসেরা শিল্পী-টেইলর সুইফট
বছরের নতুন শিল্পী- ডভ ক্যামেরন গেইল
বছরের সেরা যৌথ উদ্যোগ- এলটন জন এবং লিপা, কোল্ড হার্ট ও পিএনএইউ রিমিক্স
প্রিয় ট্যুরিং শিল্পী- কোল্ড পে­
প্রিয় মিউজিক ভিডিও- টেইলর সুইফট, অল টু ওয়েল (টেলরের সংস্করণ)
প্রিয় পপ শিল্পী (পুরুষ)- হ্যারি স্টাইলস
প্রিয় পপ শিল্পী (নারী)- টেইলর সুইফট
প্রিয় পপ গ্রুপ - বিটিএস
প্রিয় পপ অ্যালবাম- টেইলর সুইফট, লাল (টেলর সংস্করণ) সহ একাধিক পুরস্কার।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft