শিরোনাম: |
পর্তুগাল এবার কেন ফেবারিট: বার্নার্দো সিলভা
|
বর্তমান ডেস্ক: বিশ্বকাপের অন্যতম হট ফেবারিট দল পর্তুগাল, বিশ্বকে তা আরও একবার মনে করিয়ে দিলেন সেলেকাও অ্যাটাকিং মিডফল্ডিার বার্নার্দো সিলভা। তিনি বলছেন, দল হিসেবে এই পর্তুগাল অন্য যে কোনো সময়ের চাইতে ভয়ংকর। ক্রিশ্চিয়ানোর রোনাদোর চলমান ক্লাব ইস্যু, দলের পারফরম্যান্সে পড়বে না বলেই বিশ্বাস সিলভার। সিআর সেভেন তার সেরা মুডে আছেন।
ডিফেন্সে পেপে, রুবেন দিয়াজ, ক্যান্সেলো, দিয়োগো দালোত, আন্দ্রে সিলভা, দানিলো পেরেইরা। মিডফিল্ডে জোয়াও মারিও, ওতাভিও, ব্রুনো ফার্নান্দেস, ভিতিনহা কিংবা বার্নার্দো সিলভা। আক্রমণে যে দলের প্রাণভোমরা সর্বকালের অন্যতম সেরা, ক্রিস্টিয়ানো। আছেন ফেলিক্স, আন্দ্রে সিলভা, গঞ্জালো রামোসের মতন পরীক্ষিত মুখ। এবার দলটা যদি হয় আপনার প্রতিপক্ষ, ভয় না পেয়ে উপায় আছে কি বার্নার্দো সিলভাও বলছেন ভয় পাও বিশ্বফুটবল, ভয় পাও। পর্তুগাল এসে গেছে। অন্য যে কোনো সময়ের চাইতে সেরা ছন্দে আছে সেলেকাও শিবির। নিজ দলের শক্তিমত্তা নিয়ে সিলভা বলেন, কাতার বিশ্বকাপ নিয়ে অনেক কথা হচ্ছে। আমি বিশ্বাস করি আমাদের দলের সবাই হিউম্যান রাইটস নিয়ে সজাগ আছে। আপাতত মনোযোগের পুরোটা আমরা ফুটবলেই দিতে চাই। |