শিরোনাম: |
বিশ্বকাপ খেলতে কাতারে পা রেখেছে আর্জেন্টিনা
|
![]() ১৯৮৬ সালের পর থেকে বিশ্বকাপের দেখা পাচ্ছে না দলটি। তাই লিওনেল মেসিকে নিয়ে এবারের বিশ্বকাপ জিতে আক্ষেপ ঘোচাতে চায় তারা। বিশ্বকাপ ছাড়া প্রায় সব ট্রফিই জেতা হয়ে গেছে মেসির। বিশ্বকাপ জিততে পারলে পূর্ণতা আসবে তাঁর ক্যারিয়ারে। একনজরে আর্জেন্টিনার বিশ্বকাপ দল গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেস, হেরোনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি। ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, গনসালো মনতিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেস্সেইয়া, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো ও হুয়ান ফয়েথ। মিডফিল্ডার : রদ্রিগো দে পল, লেয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাক আলিস্তের, গিদো রদ্রিগেস, আলেহান্দ্রো গোমেস, এনসো ফের্নান্দেস ও এসেকিয়েল পালাসিওস। ফরোয়ার্ড : আনহেল ডি মারিয়া, লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস, পাওলো দিবালা, নিকোলাস গনসালেস, হোয়াকিন কোররেয়া ও লিওনেল মেসি। |