শিরোনাম: |
দখল ‘রেড জোন’
|
![]() রোববার অভিযানের পর ডিএসসিসি জানায়, এ দিন সহস্রাধিক দোকান উচ্ছেদ করা হয়। ৯ হকারকে ৭০ হাজার টাকা জরিমানাও করা হয়। তবে সোমবার সকালে গুলিস্তানের জিরো পয়েন্ট, আহাদ পুলিশ বক্স, বায়তুল মোকাররম, পাতাল মার্কেট সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, হকাররা আবার জড়ো হচ্ছেন মালপত্র নিয়ে। গুলিস্তান পাতাল মার্কেট সংলগ্ন হকারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, গতকাল ধরপাকড় করা হয়েছে। কিন্তু এরপরও পেটের আমরা হামলা-মামলা উপেক্ষা করে এখানে বসছি। এখানে না আসলে ছেলেমেয়ে নিয়ে খাবো কি? রেড জোনে ফের হকারদের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে ডিএসসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, তারা দখলে নিলে আমরা আগামীকাল আবার উচ্ছেদ অভিযান করবো। সিটি করপোরেশন রেড জোন হকারমুক্ত রাখার ব্যাপারে কঠোর হবে। উল্লেখ্য, ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক ও পথচারীদের চলাচলের জায়গা হকারদের দখলমুক্ত করার পদক্ষেপ নিয়েছে ডিএসসিসি। সড়কগুলোকে গুরুত্ব অনুসারে লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকে গুলিস্তান, বঙ্গভবন, সচিবালয় ও মেয়র হানিফ উড়াল সেতু এলাকাকে লাল চিহ্নিত জোন ঘোষণা করে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। |