শিরোনাম: |
রাজধানীতে বেড়েছে চুরি, তৎপরতা বাড়াচ্ছে ডিএমপি
|
![]() ডিএমপির তথ্য বলছে, রাজধানীর বিভিন্ন এলাকায় বাসা-বাড়িতে গত জুন মাসে চুরির ঘটনা ঘটেছে ২৭টি। জুলাই মাসে এর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭০টি। বাসা-বাড়ি ছাড়াও জুন মাসে বিভিন্ন সড়ক এবং দোকানে চুরির ঘটনা ঘটেছে ১৩৫টি। আর জুলাই মাসে এর সংখ্যা ছিল ১২১টি। ধরনের ঘটনা আরও বাড়ার আশঙ্কা করছে কর্মকর্তারা। যদিও চুরি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলেও উল্লেখ করেন তারা। সম্প্রতি ডিএমপি এলাকায় সাবেক কিংবা বর্তমান পুলিশ কর্মকর্তাদের পরিবারেও চুরির ঘটনা ঘটেছে। এমনকি জনপ্রতিনিধিদের বাসা-বাড়িতেও ঘটেছে চুরির ঘটনা। যদিও সংশ্লিষ্টরা বলছেন, চোর যখন চুরি করতে আসে তখন সে শুধু সুযোগের সন্ধানেই থাকে। সুযোগ পেলেই চুরি করে চম্পট হয়ে যায়। সেটি পুলিশের বাসা বাড়ি না অন্য কারও বাসা-বাড়ি সে বিষয়টি তখন তাদের জানার প্রয়োজন হয় না। বিভিন্ন বাসা বাড়িতে সিসিটিভির ফুটেছে থাকা সত্ত্বেও এড়ানো যাচ্ছে না চুরির ঘটনা। এ ব্যাপারে নিজেদের সচেতনতা বাড়ানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) একেএম হাফিজ আক্তার বলেন, সম্প্রতি আমরা পরিসংখ্যানে দেখতে পেয়েছি বাসা বাড়িতে চুরির ঘটনা বেড়েছে। এ ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে এবং অনেক মামলায় আমরা অনেককে গ্রেফতার করেছি। অনেক মামলার বিষয়ে তদন্ত চলছে। তিনি বলেন, বর্তমানে অনেকেই কর্মহীন হয়ে পড়ছেন। কর্মহীন হওয়ার কারণে অনেকেই নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছেন। বিভিন্ন চুরির ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আমরা এসব বিষয়ে জানতে পারছি। চুরির প্রতিটি ঘটনা গুরুত্বের সাথে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলছেন, ‘তবে দ্রব্যমূলের ঊর্ধ্বগতির কারণেও অপরাধ প্রবণতা কিছুটা বেড়েছে।’ |