শিরোনাম: |
শপথ নিলেন মমতা সরকারের মন্ত্রীরা
|
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিলেন। সোমবার মমতা বন্দোপাধ্যায়ের সরকারের মন্ত্রিসভায় ৪৩ সদস্য শপথ নেন।
করোনা পরিস্থিতির কারণে রাজভবনে মাত্র ছয় মিনিটের মধ্যে শপথ অনুষ্ঠান শেষ হয়। এবারের মন্ত্রিসভায় ৪৩ জন মন্ত্রী নেওয়া হয়েছে। এর মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী ও ১৯ জন প্রতিমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্ত্রিসভার সদস্য ৪৪ জন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় শপথগ্রহণ অনুষ্ঠান। ভার্চুয়াল মাধ্যম শপথ নেন পূর্ণমন্ত্রীরা। এরপর একসঙ্গে শপথ নেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা। সবশেষে একসঙ্গে শপথ নিলেন প্রতিমন্ত্রীরা। |