সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১
বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Published : Thursday, 4 January, 2018 at 6:00 AM, Count : 215

বর্তমান প্রতিবেদক : উপমহাদেশের সর্ববৃহত্ প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম সাফল্যের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের জানুয়ারি সংগঠনটির জন্ম হয়

উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে তারা মিনিট নীরবতা পালন করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মহানগর উত্তর দক্ষিণের অধীন বিভিন্ন থানা শাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় আনন্দঘন উত্সবমুখর এই কেককাটা অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ঢাকার বাইরে সাংগঠনিক সব শাখায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এর আগে সকাল সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সব সাংগঠনিক কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হয় জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে আগামীকাল (শনিবার) সরকারি ছুটির দিনে রাজধানীতে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২ ভাষা আন্দোলন, ৫৪ প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুত্তফ্রন্টের বিজয়, ৫৮ আইয়ুববিরোধী আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ দফার পক্ষে গণঅংশগ্রহণের মাধ্যমে মুক্তির সনদ হিসেবে এই দাবিকে প্রতিষ্ঠা করে ৬৯



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft