শনিবার ৩০ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১
চট্টগ্রাম বিভাগে বিএনপি জোটের প্রার্থী যারা
Published : Saturday, 22 July, 2017 at 6:00 AM, Count : 1511

এম. উমর ফারুক : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি হিসেবে প্রার্থী তালিকা করছে বিএনপি। এই তালিকায় অগ্রাধিকার পাচ্ছে দলের দুর্দিনে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা নেতারা। সেই সঙ্গে স্থানীয় রাজনীতিতে বেশ জনপ্রিয় ও যোগ্য নেতাদেরও মূল্যায়ন করা হচ্ছে তালিকাতে। চট্টগ্রাম বিভাগের ৫৮টি আসনে বিএনপি জোটের  মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তালিকায় রয়েছেন-
চট্টগ্রাম-১ (মিরসরাই) : সাবেক এমপি এম এ জিন্না, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. কামাল উদ্দিন চৌধুরী, থানা বিএনপির সাবেক আহ্বায়ক সাইদ চৌধুরী, বাংলাদেশ ন্যাপের মো. নুরুল আমান চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) : বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার আলমগীর পেশাজীবী নেতা ড. খুরশিদ জামিল চৌধুরী।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মোস্তফা কামাল পাশা, স্থানীয় নেতা মোস্তফা বাবুল।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-চট্টগ্রাম সিটির ৯ ও ১০ ওয়ার্ড) : যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মুন্না, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-সিটির ১ ও ২ ওয়ার্ড) : ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিন, চেয়ারপারসনের উপদেষ্টা এসএম ফজলুল হক, জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা, সাবেক এমপি সৈয়দ ওহিদুর আলম।
চট্টগ্রাম-৬ (রাউজান): ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া-বোয়ালখালীর আংশিক) : বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী, এলডিপি নেতা নুরুল আলম।
চট্টগ্রাম-৮ (শ্রীপুর-বোয়ালখালী থানা আংশিক-সিটির ৩, ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ড) : দলের ভাইস চেয়ারম্যান মোর্শেদ খান, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ এরশাদুল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আহমদ খলিল খান, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, কল্যাণ পার্টির মো. ইলিয়াস।
চট্টগ্রাম-৯ (সিটির ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ৩১, ৩২, ৩৩, ৩৪ ও ৩৫নং ওয়ার্ড) : জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বকর।
চট্টগ্রাম-১০ (সিটির ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ড): বিএনপি একক প্রার্থী ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
চট্টগ্রাম-১১ (সিটির ২৭, ২৮, ২৯, ৩০, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১নং ওয়ার্ড) : দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক এমপি রোজী কবির, এলডিপি নেতা এম ইয়াকুব আলী।
চট্টগ্রাম-১২ (পটিয়া ও আনোয়ারা উপজেলার আংশিক) : দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী শাহজাহান জুয়েল, সহ-সভাপতি এনামুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-পটিয়া উপজেলার আংশিক) : নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি সারওয়ার জামাল নিজাম, জেলা কমিটির নেতা অ্যাডভোকেট কবির চৌধুরী, এলডিপি সভাপতি বিএনপি সরকারের সাবেক যোগাযোগমন্ত্রী কর্নেল অলি আহমেদ বীর বিক্রম।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া উপজেলার আংশিক): এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বিএনপির ড. হোসেন মহাসিন জিল্লুর রহমান, জামায়াতে ইসলামীর শামসুল ইসলাম।
চট্টগ্রাম-১৫ (লোহাগড়া-সাতকানিয়া উপজেলার আংশিক): দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মো. মহিউদ্দিন, ব্যবসায়ী আ. গফুর চৌধুরী, থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, এলডিপি নেতা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, স্থানীয় নেতা লিয়াকত আলী।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া): বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদ, তার স্ত্রী সাবেক এমপি হাসিনা আহম্মদ।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া): জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নূরুল বশর চৌধুরী, সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ।
কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু): বিএনপির মত্স্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুত্ফর রহমান কাজল, কল্যাণ পার্টির ইসমাইল ফারুক চৌধুরী।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ): জেলা বিএনপির সভাপতি শাহজান চৌধুরী, টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজালাল চৌধুরী।
খাগড়াছড়ি : সাবেক এমপি ও জেলার সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমিরন দেওয়ান।
রাঙ্গামাটি : বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক দিপেন দেওয়ান।
বান্দরবান : জেলা বিএনপির সভাপতি মাম্যা-চিং, সাবেক সভাপতি সাচিং-ক্রউ-জেঈ।
ফেনী-১ (ছাগলনাইয়া-পরশুরাম-ফুলগাজী): বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ফেনী-২ (ফেনী সদর) : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি অধ্যাপক জয়নাল আবদীন ভিপি, মহিলা সংরক্ষিত আসনের এমপি রেহানা আক্তার রানু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার।
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী): বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি।
চাঁদপুর-১ (কচুয়া) : সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলন, মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, শামীমা আক্তার রনি।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ): বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন।
চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর): সাবেক এমপি জিএম ফজলুল হক, সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি এস এ সুলতান টিটু, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাহবুবুর রহমান শাহীন, এলডিপি নেতা প্রফেসর মোহাম্মদ আবদুল্লাহ।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) : সাবেক এমপি বিএনপির অর্থ ও ব্যাংকিং বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ, নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হান্নান।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি): সাবেক এমপি এম এ মতিন, জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক, সাবেক যুবনেতা ও তাঁতি দলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি সৈয়দ এ কে একরামুজ্জামান।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ): বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. শামীম, সরাইল উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবু আসিফ আহমেদ, সাধারণ সম্পাদক মো. নাসির মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) : দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট হারুন-আল-রশিদ, অর্থনীতিবিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া): চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি আলহাজ মুশফিকুর রহমান, তথ্যপ্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক শাকিল ওয়াহেদ সুমন, জেলা বিএনপির সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) : কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তকদীর হোসেন মো. জসিম, সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মান্নান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক রাজীব আহসান চৌধুরী পাপ্পু, প্রয়াত সাবেক এমপি কাজী মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে নাজমুল হোসেন তাপস।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) : বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এমএ খালেক, নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) : দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, তার ছেলে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওবায়দুল হক ভূঁইয়া, সাবেক জ্বালানি উপদেষ্টা ও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) : বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুল হক, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন সরকার।
কুমিল্লা-৩ (মুরাদনগর) : দলের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেইন কায়কোবাদ, তার মামা ইঞ্জিনিয়ার সৈয়দ শফিকুল ইসলাম, তার ভাই কাজী মুজিবুর রহমান।
কুমিল্লা-৪ (দেবীদ্বার): সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, তার স্ত্রী সাজেদা আহসান মুন্সী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) : দলের ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ, কৃষক দলের নেতা এএসএম আলাউদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা জসিম উদ্দীন, লেবার পার্টির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন।
কুমিল্লা-৬ (সদর) : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি আলহাজ মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক হাজি আমিন-উর-রশিদ ইয়াছিন।
কুমিল্লা-৭ (চান্দিনা) : কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলম, এলডিপি মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ, বাংলাদেশ ন্যাপের সৈয়দ শাহজাহান সাজু।
কুমিল্লা-৮ (বরুড়া-সদর দক্ষিণের একাংশ): সাবেক এমপি কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু,
কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) : সাবেক এমপি কর্নেল (অব.) আনোয়ারুল আজিম, লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শিল্পপতি আবুল কালাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মজির আহমেদ।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট উপজেলা, সদর দক্ষিণের একাংশ-লালমাই উপজেলা) : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি আলহাজ মো. মনিরুল হক চৌধুরী, সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া, স্থানীয় নেতা মোবাশ্বের আলম ভূঁইয়া, বাংলাদেশ ন্যাপের সাদ্দাম হোসেন, এনপিপির এম ওয়াহিদুর রহমান।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম): কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি কাজী নাছিমুল হক, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির মো. কামরুল হুদা জি এম আবু তাহের পলাশী, জামায়াতে ইসলামীর নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, কল্যাণ পার্টির আলী হোসাইন ফরায়েজি।
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) : বিএনপির যুগ্ম মহাসচিব, সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সালাউদ্দিন কামরান।
নোয়াখালী-২ (সেনবাগ) : চেয়ারপারসনের উপদেষ্টা ও বিরোধীদলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, সাবেক উপজেলা চেয়ারম্যান শিল্পপতি কাজী মফিজুর রহমান।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ): বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বরকতউল্লাহ বুলু, ডা. মাজহারুল ইসলাম দোলন, সোস্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মেজর (অব.) রেজাউল হক, জেলা বিএনপির সদস্য শামীমা বরকত।
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি মোহম্মদ শাহজাহান।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) : বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
নোয়াখালী-৬ (হাতিয়া) : সংস্কারপন্থি নেতা সাবেক সংসদ সদস্য ফজলুল আজিম, জেলা বিএনপির নেতা সাখাওয়াত হোসেন শওকত, হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ): এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপির রামগঞ্জ উপজেলা সভাপতি সাবেক এমপি নাজিমউদ্দিন আহমেদ, ঢাকা সিটির সাবেক কমিশনার ও দক্ষিণ সিটি বিএনপির সহ-সভাপতি হারুনুর রশিদ হারুন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলি, বিএনপি নেতা ইমাম হোসেন।
লক্ষ্মীপুর-২ (রায়পুর): সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু, বিএনপি চেয়ারপারসনের সাবেক নিরাপত্তা সমন্বয়ক কর্নেল (অব.) আবদুল মজিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন টিপু।
লক্ষ্মীপুর-৩ (সদর) : বিএনপির প্রচার সম্পাদক সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাইনউদ্দিন চৌধুরী রিয়াজ।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) : সাবেক এমপি আশরাফউদ্দিন নিজান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সৈয়দ শামসুল আলম।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft