বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
হিলারি ইস্যু
ট্রাম্প জুনিয়র ও রাশিয়ান আইনজীবীর বৈঠক হয়েছিল
Published : Monday, 10 July, 2017 at 6:00 AM, Count : 454

বর্তমান ডেস্ক : নির্বাচনী প্রচারের সময় ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের বিষয়ে তথ্য পেতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে রাশিয়ার এক আইনজীবীর সঙ্গে দেখা করেছিলেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ওঠে। ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের ক্ষতি করার মতো তথ্য আছে এমন প্রতিশ্রুতির পর তাদের মধ্যে ওই বৈঠক হয় ২০১৬ সালের ৯ জুন। তবে ওই বৈঠকে প্রেসিডেন্ট নির্বাচনের বিষয় আলোচনা হয়নি বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এতে উপস্থিত ছিলেন ট্রাম্পের জামাই জারেড কুশনার ও তখনকার প্রচারণা বিষয়ক প্রধান পল জে মানাফোর্ট। খবর দ্য নিউ ইয়র্ক টাইমস। ট্রাম্প জুনিয়র এমন বৈঠক করলেও বলেছেন, এতে হিলারি ক্লিনটন সম্পর্কে অর্থপূর্ণ কোনো তথ্য বিনিময় হয় নি। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে জোর অভিযোগ আছে। অভিযোগ আছে, এতে জড়িত নির্বাচনকালীন ট্রাম্প টিমের প্রথম সারির অনেকে। এর মধ্যে তার জামাই জারেড কুশনারের নামও আছে। এসব নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তদন্ত করছেন। তদন্তে নেমেছে এফবিআই এবং কংগ্রেস। দু’পক্ষই আলাদাভাবে ট্রাম্প টিমের ক্রেমলিন কানেকশনের তদন্তে রয়েছে। এখন পর্যন্ত যেসব তথ্য মিলছে তাতে যথাযথ প্রমাণ হাজির করা হয়নি। রিপোর্টে বলা হয়েছে, রাশিয়ান আইনজীবী মিসেস ভেসেলনিতস্কায়ার সঙ্গে নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে জারেড কুশনারের বৈঠক হয় ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের মনোনয়ন নিশ্চিত করার ঠিক দু’সপ্তাহ পরে। ধারণা করা হয়, এটাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের কোনো সদস্যের সঙ্গে রাশিয়ান কোনো নাগরিকের নিশ্চিত প্রথম প্রাইভেট বৈঠক। এ নিয়ে নিউ ইয়র্ক টাইমস প্রথম রিপোর্ট করে শনিবার। তখন ট্রাম্প জুনিয়র ও মিসেস ভেসেলনিতস্কায়া দুজনেই নিশ্চিত করেন ওই বৈঠক সম্পর্কে। তবে তারা দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি।
এরপর রোববার নিউ ইয়র্ক টাইমস বলেছে, ট্রাম্প জুনিয়র ওই বৈঠকের বিষয়ে একমত হয়েছেন। তাতে কিছু তথ্য বিনিময় করা হয়, যা হিলারি ক্লিনটনের ক্ষতি করতে পারে। এ ক্ষেত্রে সূত্র হিসেবে নিউইয়র্ক টাইমস হোয়াইট হাউজের তিনজন ও এ বিষয়ে জানেন এমন দুজনের কথা বলেছে। রোববার ট্রাম্প জুনিয়র এক বিবৃতিতে বলেছেন, পরিচিত একজন তাকে অজ্ঞাত একজনের সঙ্গে সাক্ষাত করতে বলেন। তার ভাষায়, আমাকে বলা হয় তার সঙ্গে সাক্ষাত হলে নির্বাচনী প্রচারণায় এমন কিছু তথ্য পাওয়া যাবে তা প্রচারণায় সহায়ক হবে। সাক্ষাতের আগে আমাকে তার নাম বলা হয়নি। ওদিকে যুক্তরাষ্ট্রে রাশিয়ার শিশুদের দত্তক নেয়ার কর্মসূচি স্থগিত রয়েছে। এর পর ট্রাম্প জুনিয়র ও রাশিয়ার ওই আইনজীবীর মধ্যে আলোচনা হয়। তবে আলোচনায় উল্লেখ করার মতো বা নির্ভর করার মতো কিছু বেরিয়ে আসেনি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft